বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের অবদান আলোচনা কর
বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের অবদান আলোচনা কর |
বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের অবদান আলোচনা কর
- অথবা, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (BRDB) এর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
উত্তর : ভূমিকা : বাংলাদেশে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের সূচনা হয় ১৯৫০ এর দশকের গোড়ার দিকে। পরবর্তীকালে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের কর্মসূচির মধ্যে পল্লি উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে।
এ ধারাবাহিকতায় গড়ে ওঠে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (BRDB) যা পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড গ্রামীণ জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে স্বাধীনতার পর থেকে আজ অবধি অবদান রেখে চলেছে।
বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (BRDB) এর ভূমিকা : পল্লি এলাকার সমস্যার সমাধান ও পল্লির সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচি শুরু হয় ১৯৭১ সালে।
১৯৮২ সালে সরকার এক অধ্যাদেশের মাধ্যমে একে পরিবর্তন করে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (BRDB) গঠন করে। পল্লি উন্নয়ন বোর্ড (BRDB) চারটি কর্মসূচির মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করে । যথা :
ক. দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা প্রকল্প গ্রহণ করা।
খ. পরিবার কল্যাণ প্রকল্প সম্পর্কে দেশের জনগণকে সচেতনতামুখী করা।
গ. ভূমিহীন জনসাধারণের অবস্থার পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত পল্লি দারিদ্র্য কর্মসূচি ।
ঘ.বিস্তৃত ১৩ জেলায় কৃষি উন্নয়নমুখী পল্লি উন্নয়ন প্রকল্প ।
উপর্যুক্ত প্রকল্পগুলো দেশের পল্লি উন্নয়নে ভূমিকা পালন করছে। মূলত পল্লি উন্নয়ন বোর্ডের কার্যাবলিই ভূমিকা হিসেবে কাজ করেছে। যেমন-
১. গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,
২. আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা,
৩. নারীর ক্ষমতায়ন,
৪. কৃষকদের কৃষিক্ষেত্রে আধুনিক কৃষি চাষ পদ্ধতি সম্বন্ধে প্রশিক্ষণ দান,
৫. সমবায়ের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন ও সেচ এলাকার সম্প্রসারণ,
৬. কৃষিপণ্যের বাজারজাতকরণের জন্য সহায়তাদান,
৭. বয়স্ক শিক্ষা কর্মসূচি,
৮. সমবায়ের মাধ্যমে পুঁজি গঠন,
৯. দ্বিস্তরবিশিষ্ট সমবায় সমিতি স্থাপন ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং
১০. উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয়সাধন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, অনুন্নত পল্লি অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছে BRDB। এ বোর্ড পল্লির জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি পল্লির সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তাই প্রতিষ্ঠানটির বৃহত্তর কার্যকারিতা নিশ্চিত করতে হলে দেশের সব প্রান্তে এর কার্যক্রম বিস্তৃত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক দাতাগোষ্ঠীরা সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির সহায়ক হতে পারে।