বাংলাদেশে ইকোলজির ইতিহাস সম্পর্কে আলোচনা কর
বাংলাদেশে ইকোলজির ইতিহাস সম্পর্কে আলোচনা কর |
বাংলাদেশে ইকোলজির ইতিহাস সম্পর্কে আলোচনা কর
উত্তর : নিম্নে বাংলাদেশে ইকোলজির ইতিহাস সম্পর্কে আলোচনা করা হলো-
ড. নুরুল ইসলাম (১৯২৮-২০০৬) : তিনি ১৯৫২-২০০৬ সাল পর্যন্ত শৈবাল, লিমনোলজি ও হাইড্রোবায়োলজির উপর প্রায় দুইশত গবেষণাপত্র প্রকাশ করেছেন।
মোঃ ইসমাইল এলজেভিয়ার সাইন্টিফিক পাবলিশিং কোম্পানি কর্তৃক প্রকাশিত Monograph of World Ecosystem এর ১৫নং ভলিউমের “সুন্দরবন ইকোলজি” অধ্যায়টি রচনা করেন ।
ড. এ. কে. এম. নজরুল ইসলাম : তিনি ১৯৯৩ সালে সুন্দরবনের উপর "Environment and Vegetation of Sundarban Mangrove forest" নামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন।
তিনি এবং তার সহকর্মীবৃন্দ ২০১১ সালে "Ecological condition of a temporary wetland in Bangladesh" নামক গবেষণাপত্র প্রকাশ করেন ।
মি. শামসুর রহমান : তিনি বাস্তুভেদে বিভিন্ন প্রজাতির তুলনামূলক বিস্তার ও অভিযোজনের উপর কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক চৌধুরী এবং K. T. Osman বনাঞ্চলের ইকোলজিক্যাল গবেষণা করেছেন।
এছাড়া ড. মনিরুজ্জামান খন্দকার ঢাকার বিভিন্ন পুকুর, প্লাবনভূমি এবং আরো কিছু মিঠাপানির জলাশয়ের লিমনোলজিক্যাল গবেষণা করেছেন ।