সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো
সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো |
সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো
- অথবা, সামাজিক স্তরবিন্যাসের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ।
- অথবা, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর ভূমিকা : উঁচু-নীচ শ্রেণির ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই সামাজিক স্তরবিন্যাস। এর অর্থ সমাজে উঁচু-নীচ সামাজিক গোষ্ঠীর অস্তিত্ব বিদ্যমান।
সামাজিক স্তরবিন্যাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এ উঁচু-নীচ অবস্থানই সমাজকে ভিন্ন থেকে ভিন্নতর করে তুলে। সামাজিক স্তরবিন্যাসের কারণে সমাজে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ : নিম্নে সামাজিক স্তরবিন্যসের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো :
১. সামাজিক বিষয় : সামাজিক স্তরবিন্যাসের কয়েকটি জৈবিক উপাদান যেমন— বয়স, লিঙ্গ, উচ্চতা, শক্তি ইত্যাদি সামাজিক পদমর্যাদার অবস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বয়স মানুষের পদমর্যাদায় বিভিন্নতা সৃষ্টি করে। কেননা সমাজ এগুলোর প্রভাব ও গুরুত্ব স্বীকার করে। অনেক সমাজই বেঁটের চেয়ে লম্বা, মোটার চেয়ে হালকাপাতলা গড়নের মানুষকে বেশি মর্যাদা দেয়।
সমাজের সদস্যরাই স্তরবিন্যাসে বিশ্বাসী অথবা তাদের মনোভাব, মতামত বা মূল্যায়নই স্তরবিন্যাসের ভিত্তি ।
২. সর্বত্র বিরাজমান : সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন বিষয়। স্তরবিন্যাস নেই এমন কোনো সমাজ নেই। এমনকি সমাজতান্ত্রিক সমাজও বিশেষ বিশেষ উপাদানের ভিত্তিতে স্তরায়িত।
যদিও আর্থিক বৈশিষ্ট্য সেখানে অনেকটা নগণ্য। লিঙ্গ, বয়স, পারদর্শিতা ইত্যাদির ভিত্তিতে সব সমাজই স্তরায়িত। এভাবে ক্ষমতা, আয় এবং পদমর্যাদার তারতম্য হেতু স্তরবিন্যাস একটি সর্বজনীন বিষয় বলে বিবেচিত।
৩. প্রকৃতি ও মাত্রায় ভিন্নতা : সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি অভিন্ন নয়, যদিও কিছু কিছু ক্ষেত্রে অসমতা সর্বত্রই দেখা যায়। তথাপি সমাজভেদে অসমতার প্রকৃতি ও মাত্রা বিভিন্ন রূপ নেয়।
সমাজবিজ্ঞানীদের গবেষণায় দেখা যায় যে, ঐতিহ্যবাহী ভারতীয় সমাজ সব সমাজের চেয়ে বেশি স্তরায়িত।
৪. সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ : স্তরের একটি অন্তর্মুখী বা ব্যক্তির মনোভাব সম্পৃক্ত দিক আছে। বিশেষ ধরনের কিছু মিথস্ক্রিয়া কেবল একই স্তরভুক্ত ব্যক্তিবর্গের মধ্যেই সংঘটিত হয়।
যেমন— বৈবাহিক সম্পর্ক, বৃত্তি নির্বাচন, বন্ধুত্ব স্থাপন প্রভৃতি সাধারণত সমমর্যাদার ব্যক্তিদের মধ্যেই হয়ে থাকে ।
৫. আনুষঙ্গিক বা ফলস্বরূপ ধারণা : সমাজবিজ্ঞানীদের মতে স্তরবিন্যাসের ফলশ্রুতি হলো যে, তা মানুষের জীবনের সম্ভাবনা বা জীবনযাত্রার নানাপ্রকার সুযোগ সৃষ্টি করে। এটি জীবনধারণের প্রণালি বা ধরন নির্ধারিত করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক স্তরবিন্যাস বলতে উৎকর্ষ ও নিকৃষ্টতার ভিত্তিতে ক্রমোচ্চভাবে সমাজের বিভাজন প্রক্রিয়াকে বুঝায়।
কী গ্রাম কী নগর সব সমাজেই স্তরবিন্যাস বিদ্যমান । প্রাচীন, মধ্য ও আধুনিক সব সমাজেই স্তরবিন্যাস দেখা যায়। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যও তাই বৈচিত্র্যময়।