বাংলাদেশের পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ
বাংলাদেশের পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ |
বাংলাদেশের পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ
- অথবা, পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কী?
- অথবা, পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্য উল্লেখ কর ।
উত্তর : ভূমিকা : সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্বের একান্ত প্রয়োজন । গ্রাম শহর সর্বত্রই দেশপ্রেমিক নেতার নেতৃত্ব জরুরি।
স্বাধীনোত্তর এদেশে বংশপরম্পরায় নেতৃত্বের পরিবর্তে নিজের যোগ্যতা ও কর্মের ভিত্তিতে নেতৃত্বদানে সমর্থ নেতার আবির্ভাব ঘটেছে । তাই বর্তমানে গ্রামীণ সমাজে নেতৃত্বের মাঝেও এক দারুণ পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ : বিশ্ব নেতৃত্বের সাথে তাল মিলিয়ে গ্রামীণ নেতৃত্বেরও পরিবর্তন হয় । এ পরিবর্তনের নানা বৈশিষ্ট্য রয়েছে।
নিম্নে পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো :
১. নারী নেতৃত্ব বৃদ্ধি : আধুনিক বিশ্বে নারী নেতৃত্ব ব্যাপক প্রসার লাভ করেছে। বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বেও এর প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। বাংলাদেশের গ্রামীণ সমাজে বর্তমানে পুরুষের পাশাপাশি মহিলারাও নেতৃত্বে এগিয়ে এসেছে।
অনেক মহিলা এখন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান ও সংসদ সদস্য হয়ে নেতৃত্ব প্রদান করছে । যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
২. বয়োজ্যেষ্ঠতা : নেতৃত্বের ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ উপাদান । গ্রামীণ নেতৃত্ব বয়োজ্যেষ্ঠ লোকদের হাতে থাকে। বিশেষ করে অদ্যাবধি গ্রামীণ সমাজের মানুষ বয়স্ক ব্যক্তিদের কথা শুনে এবং তাদের সিদ্ধান্ত মেনে নেয় ।
৩. নবীন নেতৃত্ব : নবীন নেতৃত্ব সমাজের পরিবর্তনের জন্য জরুরি। বর্তমানে বাংলাদেশের গ্রামীণ সমাজে তরুণ নেতৃত্বের প্রভাব দেখা যাচ্ছে । এখনকার তরুণ সমাজ বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় নিজেদের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।
৪. ভূমি মালিকানা : গ্রামীণ সমাজে ভূমি মালিকদের প্রভাব সবচেয়ে বেশি। সমাজে যিনি সবচেয়ে বেশি ভূমির মালিক, তিনিই সাধারণত নেতৃত্ব দিয়ে থাকেন । এরা মূলত দাতার ভূমিকা পালন করায় গ্রহীতা শ্রেণি তার নেতৃত্ব মেনে নিতে বাধ্য থাকে।
৫. বংশমর্যাদা : গ্রামীণ নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো বংশমর্যাদার প্রাধান্য। গ্রামীণ সমাজে যারা বংশমর্যাদতায় শ্রেষ্ঠ তারাই সামাজিক নেতৃত্ব দিয়ে থাকে।
তবে বর্তমানে শুধু বংশমর্যাদা অর্থাৎ ক্ষয়িষ্ণু বংশের মর্যাদা খুব বেশি প্রভাবিত করতে পারে না। ক্ষয়িষ্ণু বংশের মর্যাদার সাথে অন্যান্য উপাদানও এক্ষেত্রে জরুরি।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজের সবকিছুই পরিবর্তনশীল । নেতৃত্বের পরিবর্তনশীলতা শহরের মতো গ্রামকেও স্পর্শ করেছে। ঠিক তেমনটি ঘটেছে গ্রামীণ নেতৃত্বের ক্ষেত্রেও। এতে গ্রামীণ সমাজের বিকাশ বেশ ত্বরান্বিত হয়েছে।
সামাজিক কুসংস্কারকে অবজ্ঞা করে নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসা হয়েছে গ্রামীণ সমাজব্যবস্থায়, যা পরিবর্তনশীল গ্রামের অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।