সাম্প্রতিক আন্তর্জাতিক সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
আসসালামু আলাইকুম। আপনি যদি আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সহ পড়তে চান তাহলে আমাদের আজকের এই পোস্ট টি খুবই উপকারে দিবে কারণ আমরা আমাদের আজকের পোস্টে আন্তর্জাতিক সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন দিয়েছি।
সাম্প্রতিক আন্তর্জাতিক সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর |
আশা করি আজকের সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান গুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুকে এই লিংক্টি শেয়ার করে দিবেন।
আন্তর্জাতিক সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান | সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান
০১। প্রশ্নঃ কোন দেশের আইন সভা স্টেট ডুমা ?
উত্তরঃ রাশিয়া (Russia)।
০২। প্রশ্নঃ ‘গ্রেট মস্ক অব জেনি’ (Great Mosque of Djenné) কোন মহাদেশে অবস্থিত ?
উত্তরঃ এশিয়া (Asia)।
০৩। প্রশ্নঃ ইন্দোনেশিয়া (Indonesia) কার উপনিবেশ ছিল ?
উত্তরঃ নেদারল্যান্ডস (Netherlands)।
০৪। প্রশ্নঃ "ভিনসেন্ট" ভ্যানগগ কে ছিলেন ?
উত্তরঃ নেদারল্যান্ড এর চিত্রকর ছিলেন।
০৫। প্রশ্নঃ ‘স্ট্যাচু অফ লিবার্টি’ (Statue Of Liberty) কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউইয়র্ক (New York)।
০৬। প্রশ্নঃ ‘আজাদ প্রাসাদ’ (Azad Prasad) কোথায় অবস্থিত ?
উত্তরঃ পর্তুগালের লিসবনে।
০৭। প্রশ্নঃ বসফরাস প্রণালি কাকে-কাকে পৃথক করেছে ?
উত্তরঃ এশিয়া ও ইউরোপকে (Asia and Erope)।
০৮। প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তরঃ চীনের গ্রান্ডখাল।
০৯। প্রশ্নঃ টেলিফোন কে আবিস্কার করেন ?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিস্কার করেন।
১০। প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা কোন দেশে আছে ?
উত্তরঃ কানাডায়
১১। প্রশ্নঃ জাপানের মুদ্রার নাম কি ?
উত্তরঃ জাপানি ইয়েন।
১২। প্রশ্নঃ মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীটিকে ?
উত্তরঃ উট।
১৩। প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ?
উত্তরঃ ত্বক।
১৪। প্রশ্নঃ বিখ্যাত উপন্যাস “টু কিল আ মকিংবার্ড” (To Kill a Mockingbird) কে লিখেছেন ?
উত্তরঃ হার্পার লি।
১৫। প্রশ্নঃ লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটির নাম কী যেটিতে একজন মহিলাকে রহস্যময় হাসির সাথে চিত্রিত করা হয়েছে ?
উত্তরঃ মোনালিসা (Mona Lisa)।
১৬। প্রশ্নঃ সর্বপ্রথম চাঁদে কে হেঁটেছিলেন ?
উত্তরঃ নীল আর্মস্ট্রং (Neil Armstrong) ।
১৭। প্রশ্নঃ অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী কি ?
উত্তরঃ ক্যাঙ্গারু।
১৮। প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ আমাজন নদী (Amazon River) ।
১৯। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি কফি (Coffee) উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ ব্রাজিল (Brasjiil) ।
২০। প্রশ্নঃ অস্ট্রেলিয়ার রাজধানী শহরের নাম কী ?
উত্তরঃ ক্যানবেরা (Canberra)।
২১। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি ?
উত্তরঃ গ্রীনল্যান্ড (Greenland)।
২২। প্রশ্নঃ কোন সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে, যা ঠান্ডা যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে ?
উত্তরঃ ১৯৮৯ সালে।
২৩। প্রশ্নঃ স্পেনের রাজধানীর নাম কি ?
উত্তরঃ মাদ্রিদ (Madrid)।
২৪। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ রাশিয়া (Russia)।
২৫। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম স্থল প্রাণীর নাম কি ?
উত্তরঃ আফ্রিকান হাতি (African elephant)।
২৬। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ চীন (china)।
২৭। প্রশ্নঃ পেরুর রাজধানী শহরের নাম কি ?
উত্তরঃ লিমা।
২৮। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America)।
২৯। প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
৩০। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম মাকড়সার নাম কি ?
উত্তরঃ গোলিয়াথ বার্ডেটার (Goliath birdeater)।
৩১। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি কফি (Coffee) উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ ব্রাজিল (Brasil)।
৩২। প্রশ্নঃ ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট ?
উত্তরঃ অস্ট্রেলিয়া (Australia)।
৩৩। প্রশ্নঃ ব্রাজিলের সরকারী ভাষা কি ?
উত্তরঃ পর্তুগিজ (Portuguese)।
৩৪। প্রশ্নঃ কোন দুইটি দেশ বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত ভাগ করে নেয় ?
উত্তরঃ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র (Canada and United state)।
৩৫। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র (United state of America)।
৩৬। প্রশ্নঃ মরক্কোর রাজধানী শহরের নাম কি ?
উত্তরঃ রাবাত (Rabat)।
৩৭। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি কলা উৎপাদনকারী দেশ কোন ?
উত্তরঃ ভারত (India)।
৩৮। প্রশ্নঃ আর্জেন্টিনার রাজধানী শহরের নাম কি ?
উত্তরঃ বুয়েনস আইরেস (buenos aires)।
৩৯। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র (United state of America)।
৪০। প্রশ্নঃ আফ্রিকার সর্বোচ্চ পর্বত কোনটি ?
উত্তরঃ মাউন্ট কিলিমাঞ্জারো (Mount Kilimanjaro)।
৪১। প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)।
৪২। প্রশ্নঃ কোন শহরকে বিশ্বের ফ্যাশন (Fashion) রাজধানী হিসেবে বিবেচনা করা হয় ?
উত্তরঃ প্যারিস, ফ্রান্স (Paris, France)
৪৩। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি ?
উত্তরঃ সাহারা মরুভূমি
৪৪। প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন (George Washington).
৪৫। প্রশ্নঃ কোন দেশটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং জনবহুল উভয় দেশ ?
উত্তরঃ ব্রাজিল (Brasil)।
৪৬। প্রশ্নঃ ভূমি আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট মহাদেশের নাম কি ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
৪৭। প্রশ্নঃ জাপানে কোন মুদ্রা ব্যবহার করা হয় ?
উত্তরঃ জাপানি ইয়েন।
৪৮। প্রশ্নঃ কোন বিখ্যাত ইতালীয় শিল্পী ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের সিলিং এঁকেছিলেন ?
উত্তরঃ মাইকেলেঞ্জেলো।
৪৯। প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কী ?
উত্তরঃ প্রিটোরিয়া (নির্বাহী), কেপ টাউন (বিধানসভা), এবং ব্লুমফন্টেইন (বিচারিক)।
৫০। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম পাখির নাম কি ?
উত্তরঃ উটপাখি।
৫১। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি কোকো উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ আইভরি কোস্ট (vory Coast)।
৫২। প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মরুভূমি কোনটি ?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মরুভূমি আফ্রিকার সাহারা মরুভূমি।
৫৩। প্রশ্নঃ হ্যারি পটার (Harry Potter) বই সিরিজের লেখক কে ?
উত্তরঃ J.K. রাউলিং।
৫৪। প্রশ্নঃ আমাদের সৌর জগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত ?
উত্তরঃ মঙ্গল গ্রহ।
৫৫। প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট (president) কে ?
উত্তরঃ জো বাইডেন।
৫৬। প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
উত্তরঃ ত্বক।
৫৭। প্রশ্নঃ মোনালিসা ছবিটি কার আঁকা / মোনালিসা ছবিটি কার আঁকা ?
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।
৫৮। প্রশ্নঃ জাপানের মুদ্রার নাম কি / japan mudra naam ki?
উত্তরঃ জাপানি ইয়েন।
৫৯। প্রশ্নঃ যুক্তরাজ্যের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ?
উত্তরঃ ঋষি সুনাক।
৬০। প্রশ্নঃ স্থল ভাগের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি
৬১। প্রশ্নঃ অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী / অস্ট্রেলিয়ার রাজধানী কোথায় ?
উত্তরঃ ক্যানবেরা
৬২। প্রশ্নঃ আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি ?
উত্তরঃ বৃহস্পতি
৬৩। প্রশ্নঃ ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ রোম শহরে।
৬৪। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি প্লাটিনাম উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
৬৫। প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম কি ?
উত্তরঃ নীল তিমি।
৬৬। প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে ?
উত্তরঃ 1945 সালে।
৬৭। প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি ?
উত্তরঃ হিমালয়।
৬৮। প্রশ্নঃ কোন দেশটি ইউরোপ এবং এশিয়া উভয় দেশেই অবস্থিত ?
উত্তরঃ রাশিয়া।
৬৯। প্রশ্নঃ নিউ ইয়র্ক সিটির বিখ্যাত রাস্তার নাম কি যেটি থিয়েটার এবং উজ্জ্বল আলোর জন্য পরিচিত ?
উত্তরঃ ব্রডওয়ে
৭০। প্রশ্নঃ সোনার রাসায়নিক প্রতীক কি ?
উত্তরঃ Au
৭১। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ ব্রাজিল
৭২। প্রশ্নঃ টেলিফোন কে আবিস্কার করেন ?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল।
৭৩। প্রশ্নঃ কানাডার রাজধানী শহরের নাম কি ?
উত্তরঃ অটোয়া।
৭৪। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম সরীসৃপের নাম কী ?
উত্তরঃ লবণাক্ত পানির কুমির।
৭৫। প্রশ্নঃ আফ্রিকার সবচেয়ে বেশি রাবার উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ আইভরি কোট।
৭৬। প্রশ্নঃ ইথিওপিয়ার রাজধানী শহরের নাম কি ?
উত্তরঃ আদ্দিস আবাবা।
৭৭। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কী ?
উত্তরঃ বুর্জ খলিফা।
৭৮। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ চীন।
৭৯। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি ?
উত্তরঃ র্যাফলেসিয়া।
৮০। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি জলপাই উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ স্পেন।
৮১। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম শিকারী মাছের নাম কি ?
উত্তরঃ দুর্দান্ত সাদা হাঙর।
৮২। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি আনারস উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ কোস্টারিকা।
৮৩। প্রশ্নঃ চিলির রাজধানী শহরের নাম কি ?
উত্তরঃ সান্তিয়াগো।
৮৪। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি হীরা উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ রাশিয়া।
৮৫। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের নাম কী ?
উত্তরঃ ভিক্টোরিয়া জলপ্রপাত।
৮৬। প্রশ্নঃ বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের আবাসস্থল কোন দেশে ?
উত্তরঃ ভেনিজুয়েলা।
৮৭। প্রশ্নঃ আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান।
৮৮। প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি ?
উত্তরঃ চীন।
৮৯। প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
৯০। প্রশ্নঃ পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত ?
উত্তরঃ ২৩৩ টি।
৯১। প্রশ্নঃ পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত ?
উত্তরঃ ২০৩ টি।
৯২। প্রশ্নঃ পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত ?
উত্তরঃ ১৯৫ টি।
৯৩। প্রশ্নঃ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত ?
উত্তরঃ ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)
৯৪। প্রশ্নঃ পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি ?
উত্তরঃ ১২২ টি।
৯৫। প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি ?
উত্তরঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।
৯৬। প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি ?
উত্তরঃ পুয়োটো উইলিয়াম (চিলি)।
৯৭। প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ চিলি।
৯৮। প্রশ্নঃ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।
৯৯। প্রশ্নঃ পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী ?
উত্তরঃ জাপান, ইন্দোনেশিয়া।
১০০। প্রশ্নঃ পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত ?
উত্তরঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
১০১। প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
১০২। প্রশ্নঃ বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি ?
উত্তরঃ চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।
১০৩। প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী ?
উত্তরঃ ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
১০৪। প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)
১০৫। প্রশ্নঃ টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে ?
উত্তরঃ ১৯১২ সালে।
১০৬। প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
উত্তরঃ ট্রিগভেলি (নরওয়ে)।
১০৭। প্রশ্নঃ প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে ?
উত্তরঃ আনোয়ার সাদাত।
১০৮। প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা দিবস কবে ?
উত্তরঃ ১১ জুলাই।
১০৯। প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ৭ এপ্রিল।
১১০। প্রশ্নঃ SAPTA ভূক্ত দেশ কয়টি ?
উত্তরঃ ৮ টি।
১১১। প্রশ্নঃ UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত ?
উত্তরঃ নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।
১১২। প্রশ্নঃ ভিয়েতনামের মুদ্রার নাম কি ?
উত্তরঃ ডং।
১১৩। প্রশ্নঃ বিশ্বের গভীরতম খাত কোনটি ?
উত্তরঃ ম্যারিয়ানা খাত।
১১৪। প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তরঃ কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
১১৫। প্রশ্নঃ আকাবা কোন দেশের সমুদ্র বন্দর ?
উত্তরঃ জর্ডান।
১১৬। প্রশ্নঃ সবচেয়ে ছোট পাখির নাম কি ?
উত্তরঃ হামিং বার্ড।
১১৭। প্রশ্নঃ সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি ?
উত্তরঃ অ্যালবাটর্স।
১১৮। প্রশ্নঃ NASA এর সদর দপ্তর কথায় অবস্থিত ?
উত্তরঃ ওয়াসিংটন ডিসি।
১১৮। প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি ?
উত্তরঃ কংগ্রেস।
১১৯। প্রশ্নঃ আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ?
উত্তরঃ জর্জ ওয়াসিংটন।
১২০। প্রশ্নঃ পলাশীর যুদ্ধ শুরু হয় কবে ?
উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।
১২১। প্রশ্নঃ A Brief History of time- গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ স্টিফেন হকিং।
১২২। প্রশ্নঃ প্রথম অলিম্পিক শুরু হয় কবে ?
উত্তরঃ ৭৭৬ খ্রিষ্টাব্দে।
১২৩। প্রশ্নঃ ইরাক- মার্কিন যুদ্ধ শুরু হয় কবে ?
উত্তরঃ ২০ মার্চ ২০০৩সালে।
১২৪। প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয় কবে ?
উত্তরঃ ১৯৪৫ সালের ৬ আগস্ট।
১২৫। প্রশ্নঃ “আবু সায়াফ” কি ?
উত্তরঃ ফিলিপাইনের গেরিলা সংস্থা।
১২৬। প্রশ্নঃ “ফোর্স সেভেনটিন” কি ?
উত্তরঃ ফিলিস্তিনের গেরিলা সংস্থা।
১২৭। প্রশ্নঃ “কারেন” কি ?
উত্তরঃ মায়ানমারের গেরিলা সংস্থা।
১২৮। প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি ?
উত্তরঃ ওশেনিয়া।
১২৯। প্রশ্নঃ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউওয়ার্ক।
১৩০। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণি কোনটি ?
উত্তরঃ কচ্ছপ।
১৪০। প্রশ্নঃ পাখির রাজা বলা হয় কাকে ?
উত্তরঃ ঈগল।
১৪১। প্রশ্নঃ হাজার হ্রদের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ ফিনল্যান্ড।
১৪২। প্রশ্নঃ জাতিসংঘের সর্বশেষ সদস্য কোন দেশ ?
উত্তরঃ দক্ষিণ সুদান।
১৪৩। প্রশ্নঃ IFC এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ International Finance Corporation
১৪৪। প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে সংঘঠিত হয় ?
উত্তরঃ ১৭৫৭ সালে।
১৪৫। প্রশ্নঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবে জার্মানি আত্ন সমর্পণ করে ?
উত্তরঃ ১৯৪৫ সালের মে মাসে।
১৪৬। প্রশ্নঃ OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেদ্দায়, সৌদি আরব।
১৪৭। প্রশ্নঃ ২০১০ সালের ফুটবলের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল ?
উত্তরঃ জাকুমি।
১৪৮। প্রশ্নঃ বিশ্বের ৫০ বছরের সেরা ফুটবলার কে ?
উত্তরঃ পেলে।
১৪৯। প্রশ্নঃ রাজীব গান্ধীর হত্যাকারী নারীর নাম কি ?
উত্তরঃ ললিনী।
১৫০। প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা স্পীকারের নাম কি ?
উত্তরঃ ফাহমিদা মির্জা।
১৫১। প্রশ্নঃ ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে।
১৫২। প্রশ্নঃ ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ইংল্যান্ডে।
১৫৩। প্রশ্নঃ OPEC- এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া।
১৫৪। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে পপ তারকা কে ?
উত্তরঃ মাইকেল জ্যাকসন।
১৫৫। প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহন করেন ?
উত্তরঃ আল বেনিয়া।
১৫৬। প্রশ্নঃ শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম কি ?
উত্তরঃ বার্থাভান সুটনার।
১৫৭। প্রশ্নঃ মানবাধিকার বাস্তবায়নে আন্তজার্তিক চুক্তির স্বাক্ষরিত হয় কবে ?
উত্তরঃ ১৯৪৮ সালে।
১৫৮। প্রশ্নঃ হ্যরিপটার কি ?
উত্তরঃ সাম্প্রতিক কালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই।
১৫৯। প্রশ্নঃ সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় ?
উত্তরঃ নয়াদিল্লি, ভারত।
১৬০। প্রশ্নঃ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তরঃ কাঠমন্ডুতে।
১৬১। প্রশ্নঃ আধুনিক অলিম্পিকের জনক কে ?
উত্তরঃ ব্যরন পিয়ারে দ্য কুবার্তা।
১৬২। প্রশ্নঃ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে ?
উত্তরঃ দিয়াগো ফোরলান, উরুগুয়ে।
১৬৩। প্রশ্নঃ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন কে ?
উত্তরঃ থমাস মুলার, জার্মানি।
১৬৪। প্রশ্নঃ ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ব্রাজিলে।
১৬৫। প্রশ্নঃ বিশ্বে প্রতি সেকেন্ডে লোক বৃদ্ধির সংক্যা কত ?
উত্তরঃ ৩ জন।
১৬৬। প্রশ্নঃ স্টিফেন হকিং কে ?
উত্তরঃ একজন পদার্থবিদ।
১৬৭। প্রশ্নঃ আন্তজার্তিক দুর্নীতি বিরোধী একাডেমী(IACA) যাত্রা শুরু করে কবে থেকে ?
উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০১০সাল।
১৬৮। প্রশ্নঃ আন্তজার্তিক দুর্নীতি বিরোধী একাডেমী(IACA) এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ লাক্সেনবার্গ (অষ্ট্রিয়া)
১৬৯। প্রশ্নঃ পৃথিবীর আয়তন কত ?
উত্তরঃ ৫১,১০,০০,০০০ বর্গ কি. মি.।
১৭০। প্রশ্নঃ সূর্য কত বছর পর সোলার সুনামি (Solar Tsunami) সৃষ্টি করে ?
উত্তরঃ ১১ বছর পর পর।
১৭১। প্রশ্নঃ সোলার ঈগল কি ?
উত্তরঃ সৌরশক্তিচালিত চালকবিহীন গোয়েন্দা বিমান (নির্মাতা প্রতিষ্ঠান- বোয়িং)
১৭২। প্রশ্নঃ বিশ্বের উল্লেখ্যযোগ্য ট্যাবলেট কম্পিউটার কি কি ?
উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।
১৭৩। প্রশ্নঃ পৃথিবীর প্রধান ভাষা কয়টি ?
উত্তরঃ ১৬০ টি।
১৭৪। প্রশ্নঃ সংখ্যার দিক থেকে সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি ?
উত্তরঃ চীন।
১৭৫। প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোথায় ?
উত্তরঃ ভারতে।
১৭৬। প্রশ্নঃ “সিনহুয়া” সংবাদ সংস্থাটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ চীনে।
১৭৭। প্রশ্নঃ ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাদেরকে ?
উত্তরঃ মিশরীয়দের কে।
১৭৮। প্রশ্নঃ ইসরাইলে চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি ?
উত্তরঃ ইটান যার অর্থ “শক্তিশালী”।
১৭৯। প্রশ্নঃ ফেব্রুয়ারী ২০১০সালে কোন দেশ প্রথম জেলার রশ্মি দিয়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
১৮০। প্রশ্নঃ ১১ ফেব্রুয়ারী ২০১০সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গভেষণা সংস্থা নাসা সূর্য অভিযানে কোন কৃত্রিম উপগ্রহটি পাঠায় ?
উত্তরঃ সোলার ডায়নামিক অব্জারভেটরি(SDO).
১৮১। প্রশ্নঃ ২০১০ সালে গোল্ডেন গ্লোব পুরষ্কারে সেরা চলচিত্র কোনটি ?
উত্তরঃ অ্যাভাটার।
১৮২। প্রশ্নঃ অ্যাভাটার চলচিত্রের পরিচালক কে ?
উত্তরঃ জেমস ক্যামরন।
১৮৩। প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তরঃ রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়।
১৮৪। প্রশ্নঃ আন্তজার্তিক নদী বলা হয় কোন নদীকে ?
উত্তরঃ দানিয়ুব নদীকে।
১৮৫। প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ?
উত্তরঃ ১৯১৪ সালে।
১৮৫। প্রশ্নঃ বি-৫২ কী ?
উত্তরঃ একধরনের বোমার বিমান।
১৮৬। প্রশ্নঃ জাপানের পার্লামেন্টের নাম কী ?
উত্তরঃ ডায়েট।
১৮৭। প্রশ্নঃ নেপালের পার্লামেন্টের পূর্ব নাম কী ?
উত্তরঃ পঞ্চায়েত।