পুঁজিবাদ সম্পর্কে মার্কসের ধারণা ব্যাখ্যা কর
পুঁজিবাদ সম্পর্কে মার্কসের ধারণা ব্যাখ্যা কর |
পুঁজিবাদ সম্পর্কে মার্কসের ধারণা ব্যাখ্যা কর
- অথবা, পুঁজিবাদ সম্পর্কে মার্কসের মতামত বর্ণনা কর।
উত্তর : ভূমিকা : পুঁজিবাদ হচ্ছে এমন এক সমাজব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় মালিকানার পরিবর্তে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত।
এ ব্যবস্থার ফলে শ্রমিকরা নানাভাবে শোষিত ও নির্যাতিত হচ্ছে। এখানে শ্রমিক পরিণত হয়েছে। উৎপাদনযন্ত্রের হাতিয়ার হিসেবে।
পুঁজিবাদ সম্পর্কে মার্কসের ধারণা : মার্কসের ধারণা পুঁজিবাদী সমাজের প্রেক্ষাপটেই বিধৃত। শিল্পোন্নত সমাজের আঙ্গিকে শ্রেণিসংগ্রামের তত্ত্ব রচিত।
বুর্জোয়াগণ তাদের নিজস্ব স্বার্থের কারণে নিয়ত উৎপাদন কৌশলে উন্নতি আনয়ন করে। এক্ষেত্রে উন্নততর কলাকৌশল প্রয়োগের মাধ্যমে অধিক লভ্যাংশ অর্জনই কাম্য থাকে।
উপরন্তু শ্রমিকদের স্বার্থ ধ্বংস করার উদ্দেশ্যে বুর্জোয়ারা উৎপাদন কৌশল উন্নয়নের চেষ্টা করে।
মার্কস বলেন, "After each new stricke of any importance there appeard a new machine." সম্পত্তির মালিকানার ভিত্তিতে বুর্জোয়া শ্রেণি সর্বদাই উৎপাদন সম্পর্ক স্থির রাখতে চেষ্টা করে।
অর্থাৎ বিদ্যমান উৎপাদন সম্পর্কের পরিবর্তনে তারা অনিচ্ছুক। অতএব তাদের আইনগত অভিব্যক্তি সম্পত্তিতে বর্তমান বা প্রচলিত ধারণা বজায় রাখতে তারা ইচ্ছুক।
কেননা এ ব্যবস্থায় উৎপাদনের সিংহভাগ তাদের পকেটে যাবে এবং যত বেশি উৎপাদন হবে তাদের ততবেশি মুনাফা আসবে।
মার্কস মত প্রকাশ করেছেন যে শ্রেণিসংগ্রাম ছাড়া সামাজিক বিকাশ সম্ভব নয়। সমাজের প্রগতিশীল বিকাশে শোষণ এবং শোষিতের মধ্যে অবস্থিত বৈরিতা থেকে সৃষ্ট শ্রেণি দ্বন্দ্ব ঘটে থাকে।
এ শ্রেণি দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায় হলো সামাজিক বিপ্লব। অর্থনৈতিক বিচ্ছিন্নতাবোধ পুঁজিবাদী সমাজের মানুষের প্রাত্যহিক কর্মকাণ্ডে জড়িত থাকে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পুঁজিবাদ বলতে মার্কস এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝিয়েছেন যে ব্যবস্থায় মালিক শ্রেণি মুনাফা অর্জনের জন্য সর্বদা শ্রমিক শ্রেণিকে শোষণ করে ।