পুঁজিবাদ ধ্বংসের প্রক্রিয়া ব্যাখ্যা কর
পুঁজিবাদ ধ্বংসের প্রক্রিয়া ব্যাখ্যা কর |
পুঁজিবাদ ধ্বংসের প্রক্রিয়া ব্যাখ্যা কর
- অথবা, মার্কসের আলোকে পুঁজিবাদ ধ্বংসের প্রক্রিয়া বর্ণনা কর ।
উত্তর : ভূমিকা : মার্কস কমিউনিস্ট ম্যানিফিস্টোর বুর্জোয়া ও প্রলেতারিয়াত অধ্যায়ে ব্যক্ত করেন বুর্জোয়া শ্রেণির অস্তিত্ব ও আধিপত্যের মূল শর্ত হলো পুঁজির সৃষ্টি ও বৃদ্ধি। কিন্তু এ উৎপন্ন পুঁজি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একদিন ধ্বংস হয়ে যাবে।
পুঁজিবাদের ধ্বংস : নিম্নে মার্কসের আলোকে পুঁজিবাদের ধ্বংস ব্যাখ্যা করা হলো :
১. পুঁজিপতিদের মধ্যে তীব্র প্রতিযোগিতার ফলে তাদের সংখ্যা হ্রাস পাবে। প্রতিযোগিতায় ক্ষুদ্র বুর্জোয়ারা পরাজিত হয়ে প্রলেতারিয়েতদের অন্তর্ভুক্ত হবে।
২ . মুষ্ঠিমেয় পুঁজিপতি অধিক লাভের আশায় অধিক উৎপাদন করবে।
৩. পুঁজিপতিরা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রয় করার জন্য বাজার সৃষ্টি করবে এবং তা থেকে মুনাফা অর্জন করবে।
৪. শ্রমিক শোষণের মাত্রা মারাত্মক হবে এবং শ্রমিক বেকারত্ব প্রকট আকার ধারণ করবে ।
৫. বিশ্ব বাজার সৃষ্টির ফলে যোগাযোগ ব্যবস্থার উৎকর্ষ সাধিত হবে। শ্রমিক শ্রেণির চেতনা ও সংগঠন দৃঢ়তর হবে।
৬.পুঁজিপতিদের মধ্যে স্ববিরোধিতা ও অন্তর্দ্বন্দ্ব দেখা দিবে। ধনতন্ত্র আপন বিষের জ্বালায় জ্বালা ভোগ করবে।
৭. পুঁজিপতিরা বিশ্বে উপনিবেশ স্থাপন করবে।
৮. নিজেদের প্রয়োজনে পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী গোষ্ঠী যুদ্ধকে টেনে আনবে ।
৯. বাঁচার তাগিদে প্রলেতারিয়েতরা শ্রেণিসংগ্রামে লিপ্ত হবে।
১০. পুঁজিপতিদের পরাজয় ঘটবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পুঁজিপতিদের নিজেদের কর্মকাণ্ডের ফলাশ্রুতিতেই তাদের পতন ঘটবে। পুঁজিপতিদের পতনের পর সমাজে সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে।