মার্কসের আলোকে পুঁজিবাদী সমাজের শ্রমিক শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা কর

মার্কসের আলোকে পুঁজিবাদী সমাজের শ্রমিক শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা কর
মার্কসের আলোকে পুঁজিবাদী সমাজের শ্রমিক শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা কর

মার্কসের আলোকে পুঁজিবাদী সমাজের শ্রমিক শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা কর

  • অথবা, কিভাবে পুঁজিবাদী সমাজে শ্রমিক শোষিত হয়ে থাকে?

উত্তর : ভূমিকা : পুঁজিবাদী সমাজে শ্রমিকরা শুধুমাত্র একটি কাজে দক্ষতা অর্জন করে। মার্কস মনে করেন শ্রমই যেহেতু উৎপাদনের একমাত্র উপকরণ সেহেতু উৎপাদিত দ্রব্যের মূল্য শ্রমিকের প্রাপ্য অথচ পুঁজিবাদী সমাজে শ্রমিক তার শ্রমের ন্যায্যমূল্য না পেয়ে সর্বদা শোষণের শিকার হয়।

পুঁজিবাদী সমাজে শ্রমিক শোষণ : নিম্নে মার্কসের মতানুসারে পুঁজিবাদী সমাজে শ্রমিক শোষণ প্রক্রিয়াটি আলোচনা করা হলো :

TOPTIP PO

i. ব্যক্তিমালিকানা : ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের সবকিছুর মালিকানা পুঁজিপতিদের হাতে। তারা শ্রমিকের শ্রমকে নিজেদের ব্যক্তিগত সম্পদ বলে মনে করে। ব্যক্তিমালিকানার ফলে শ্রমিকরা এখানে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত হয়।

ii. শ্রমিকের কাজ স্বেচ্ছাধীন নয় : শ্রমিকরা উৎপাদন কার্যে যে পরিমাণ শ্রম দিতে চায় তার বেশি তাদের কাছ থেকে আদায় করা হয় । কিন্তু তাদের অতিরিক্ত শ্রমের কোন শ্রমমূল্য দেয়া হয় না ।

iii. শ্রমিকরা উৎপাদিত পণ্যের মালিক নয় : উৎপাদন ব্যবস্থায় উৎপাদিত দ্রব্যকে বাজারজাতকরণ পর্যন্ত একই শ্রমিকের ভূমিকা থাকে না। এছাড়া তারা অতিরিক্ত শ্রমে তৈরি পণ্যসামগ্রী ভোগ করতে পারে না।

iv. শ্রমিকের কোন পদমর্যাদা নেই : পুঁজিবাদী সমাজব্যবস্থায় শ্রমিকরা অমানবিক পরিবেশে কাজ করে এবং নিজেদের ভারবাহী পশু মনে করে। সে ধরে নেয় মানুষ হিসেবে তার কোন মর্যাদা নেই।

v. উদ্বৃত্ত মূল্য মালিক শ্রেণি ভোগ করে : পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকের অতিরিক্ত শ্রমের ফলে যে অতিরিক্ত দ্রব্য উৎপাদিত হয় তা ভোগ করে মালিক শ্রেণি ।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে আমরা বলতে পারি পুঁজিবাদী সমাজব্যবস্থায় শ্রমিকরা ধাপে ধাপে মালিকদের দ্বারা শোষিত হচ্ছে। আর এ শোষণ শুধুমাত্র উৎপাদনের মালিকানার কারণে হয়ে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ