সামাজিক স্তরবিন্যাস কি । সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যা কর
সামাজিক স্তরবিন্যাস কি । সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যা কর |
সামাজিক স্তরবিন্যাস কি । সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যা কর
- অথবা, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও ।
উত্তর : ভূমিকা : মানবসমাজের ইতিহাসে একটি ঐতিহাসিক বাস্তবতা হলো সামাজিক স্তরবিন্যাস। এটা প্রাচীন সমাজে উৎপত্তি লাভ করে বর্তমান সকল সমাজে বিদ্যমান। এ স্তরায়নের কোন শেষ নেই।
সামাজিক স্তরবিন্যাস : স্তর প্রত্যয়টিকে মই বা সিঁড়ির ধাপের সাথে তুলনা করা যায়। স্তরবিন্যাস বলতে বুঝায় সমাজে বসবাসকারী বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে উঁচু বা নিচু মর্যাদার ভিত্তিতে বিন্যাস করা ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাদের প্রদত্ত কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :
টি. বি. বটোমোর বলেন, “সামাজিক স্তরবিন্যাস বলতে ক্ষমতা ও মর্যাদার ভিত্তিতে বিভক্ত কতকগুলো শ্রেণি বা স্ত রের ঊর্ধ্ব উপস্থিতিকে বুঝায়।”
সরোকিন বলেছেন, “সামাজিক স্তরবিন্যাস বলতে জনসংখ্যাকে পর্যায়ক্রম বিভক্তিকে বুঝায় ।”
ম্যাক্স ওয়েবার এর মতে, "Social stratification is the division of society of the individuals on the basis of economic class and states of society."
অগবান ও নিমকফ বলেন, “সামাজিক স্তরবিন্যাস এমন প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ বসবাসকারী মানুষকে উঁচু- নিচু শ্রেণিতে সাজানো হয়।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্তরবিন্যাস হলো সমাজে বিদ্যমান জনগোষ্ঠীর পর্যায়ক্রমিক বিভক্তিকরণ ।