সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য গুলো কি কি
সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য গুলো কি কি |
সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য গুলো কি কি
উত্তর : ভূমিকা : সমাজ কাঠামো হলো সমাজের সাংগঠনিক অখণ্ড সত্তা। সমাজ কাঠামোর পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন। সমাজ কাঠামোর সম্পর্ক বা মিথস্ক্রিয়ার পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন।
নিম্নে সামাজিক পরিবর্তনের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো :
সামাজিক পরিবর্তনের ৫টি বৈশিষ্ট্য :
১. গতিশীল শক্তির উদ্ভব : সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গতিশীলতা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বিভিন্ন সমাজব্যবস্থা বিভিন্নভাবে পরিবর্তিত হয়। কোন সমাজ দ্রুতগতিতে কোন সমাজ ধীরগতিতে পরিবর্তন হয়।
২. অর্থনৈতিক উন্নয়ন : পরিবর্তনের ফলে এসব অঞ্চলের জনগণ নিজেদের অর্থনৈতিক উন্নয়নে সচেষ্ট হয়। গুণাবলি ও দক্ষতা সামাজিক মর্যাদায় পরিবর্তন হওয়ায় জনগণ আর্থিক অবস্থার পরিবর্তন ও উন্নয়ন ঘটাতে সচেষ্ট থাকে।
৩. মূল্যবোধ পরিবর্তন : সনাতন সমাজ ভেঙে পড়ার কারণে পরিবর্তনশীল সমাজে মূল্যবোধের পরিবর্তন হয়। মূল্যবোধের পরিবর্তন পরিবর্তনশীল সমাজের একটি অনন্য বৈশিষ্ট্য।
৪. সামাজিক মর্যাদা : আধুনিকতর সমাজের সংস্পর্শে আসার ফলে পরিবর্তনশীল সমাজের সামাজিক মর্যাদা এবং সাধারণভাবে রাজনৈতিক প্রভাবের চূড়ান্ত নির্ধারক হয়ে উঠে গুণাবলি ও দক্ষতা। কিছু সংখ্যক ব্যক্তি নতুন নতুন দক্ষতায় প্রশিক্ষণ লাভ করে ।
৫. গণতান্ত্রিক ভাবধারার বিকাশ : পরিবর্তনশীল সমাজে জনগণের মধ্যে গণতান্ত্রিক ভাবধারার বিকাশ সাধিত হয়। এসব পাশ্চাত্য গণতান্ত্রিক বিপ্লবী ভাবধারারগুলোর মধ্যে অন্যতম ছিল আইনের চোখে সকলে সমান, তাদের প্রতিভা বিকশিত করার সময় সুযোগ তাদেরকে প্রদান। এক ব্যক্তি এক ভোট ইত্যাদি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পরিবর্তনশীল হওয়ার কারণে সমাজের বিভিন্ন উপাদান গুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়। উপর্যুক্ত উপাদানগুলো সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।