সামাজিক পরিবর্তন কি । সামাজিক পরিবর্তন কাকে বলে
সামাজিক পরিবর্তন কি । সামাজিক পরিবর্তন কাকে বলে |
সামাজিক পরিবর্তন কি । সামাজিক পরিবর্তন কাকে বলে
- অথবা, সামাজিক পরিবর্তন বলতে কী বুঝ?
উত্তর : ভূমিকা : সমাজ কাঠামো বা সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রদবদলই সামাজিক পরিবর্তন। সমাজের ভিত্তি হলো পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া।
সামাজিক পরিবর্তন অর্থ সমাজের বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ইত্যকার উপাদান বা অনুষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন ।
নিম্নে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা প্রদান করা হলো :
সামাজিক পরিবর্তন : সাধারণ অর্থে সামাজিক পরিবর্তন বলতে একটা জনগোষ্ঠীর জীবনের উন্নতি বা অগ্রগতি সাধনকে বুঝায় ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সামাজবিজ্ঞানী বিভিন্নভাবে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিয়েছেন । যেমন—
এন সাইক্লোপেডিয়া অব সোস্যাল সায়েন্স (Encyclopedia of Social Science) এর বিবরণ অনুযায়ী, “সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক কাঠামোসমূহের মধ্যে নৈতিক মানদণ্ড, মূল্যবোধ, সাংস্কৃতিক কৃষ্টি ও প্রতীকসহ এসব কাঠামোর পরিণতি ও বাহ্যিক রূপের তাৎপর্যপূর্ণ পরিবর্তন সংঘটিত হওয়া ।
টি. বি. বটোমোর (T.B. Bottomore ) বলেছেন, "Social change is a change in the social structure or in particular social institution or in the relationship between institution.
মরিস জিন্সবার্গ (M. Ginsburg) এর মতে, “সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামো অর্থাৎ কোন সমাজের আয়তন এর অংশসমূহের গঠন রীতি বা ভারসাম্য কিংবা সংগঠনের মধ্যে সাধিত কোন পরিবর্তনকে বুঝায়।”
কার্ল মার্কস (Karl Marx) বলেছেন, “ শ্রেণি দ্বন্দ্বের মাধ্যমে সমাজে সামাজিক পরিবর্তন ঘটে। উৎপাদন পদ্ধতি দ্বারা সমাজে সামাজিক সম্পর্ক নির্ধারিত হয়। আর এর মাধ্যমে সমাজের পরিবর্তন হয়। "
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। সমাজব্যবস্থার বিভিন্ন কাঠামোর পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন।