রূপান্তরিত সমাজ কাকে বলে। রূপান্তরিত সমাজ বলতে কী বুঝ
রূপান্তরিত সমাজ কাকে বলে। রূপান্তরিত সমাজ বলতে কী বুঝ |
রূপান্তরিত সমাজ কাকে বলে। রূপান্তরিত সমাজ বলতে কী বুঝ
উত্তর : ভূমিকা : সমাজব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পরিবর্তনশীলতার ফলশ্রুতিতেই সমাজের সর্বক্ষেত্রে এসেছে গতিশীলতা।
রূপান্তরিত হচ্ছে এক সমাজ থেকে অন্য সমাজে। পরিবর্তন ও গতিশীলতার কারণে রূপান্তরিত সমাজব্যবস্থা সৃষ্টি হয়েছে।
রূপান্তরিত সমাজ : দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতি সমাজব্যবস্থায় ও মানুষের জীবনে গভীরভাবে প্রোথিত থাকার কারণে এসব সমাজ শতাব্দীব্যাপী।
দীর্ঘ আধুনিকীকরণ প্রক্রিয়াধীন থেকেও বা রূপান্তর প্রক্রিয়া চালু রেখে এখনো আধুনিক সমাজের মর্যাদা লাভ করতে পারে নি। ফলে এ সমাজ রূপান্তরিত প্রক্রিয়াধীন রয়ে গেছে।
রূপান্তরশীল সমাজব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী Harvey G. Kebschull বলেছেন, "The Transition from traditional societies to modern nation states involves many complex, interrelated changes in cultural values and attitudes and in social economic and political institutions and processes some of these changes as they have been occurring in the developing states have been dramatic, obvious and easily measured.
May of the other changes that are occurring however are far more subtle and less readily measured. Changes in values, beliefs and attitudes with in societies are particularly difficult to measure with precision.
Never the Less, it is clear that alterations are occurring within the value and attitude patterns on transitional societies, accompanying changing conditions in the physical environment in this interplay between valus and objective conditions either may reflect or stimulate changes in the other."
উপসংহার : পরিশেষে বলা যায় যে, রূপান্তরিত সমাজব্যবস্থা বলতে এমন একটি সমাজব্যবস্থাকে বুঝায়, যেখানে দীর্ঘদিনের চলে আসা সামাজিক রীতিনীতি ও আচার আচরণের পরিবর্তনের জন্য আধুনিকতার পথে ধাবমান।