রেসিডিউ কী। রেসিডিউ বলতে কী বুঝ
রেসিডিউ কী। রেসিডিউ বলতে কী বুঝ |
রেসিডিউ কী। রেসিডিউ বলতে কী বুঝ
উত্তর : ভূমিকা : সামাজিক জীবনে মানুষের যৌক্তিক (Rational) এবং অযৌক্তিক (Irational) কর্মকাণ্ডের মূলে রয়েছে রেসিডিউস ধারণা। প্রকৃতপক্ষে Residues হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তির সাথে সম্পৃক্ত।
রেসিডিউ : এলিট সম্পর্কে ভিলফ্রেডো প্যারেটো যে বিভিন্ন মতবাদ বিশ্লেষণ করেছেন তার মধ্যে তাঁর রেসিডিউ সম্পর্কিত ধারণা অন্যতম।
প্যারেটো রেসিডিউ বলতে বা বুঝিয়েছেন তা হচ্ছে রেসিডিউ আসলে ভাবাবেগ নয় । এটা হলো ভাবাবেগের অভিব্যক্তি বা প্রকাশ মাত্র।
এ প্রসঙ্গে জেটলিন বলেছেন, "The residues are the manifestations of sentiments and instincts just as the rising of the mercury in thermometer is a manifestation of the rise in temparature."
প্যারেটোর রেসিডিউ হচ্ছে ব্যক্তির সহজাত প্রবৃতি বা প্রবণতা। তাঁর মতে, যেসব প্রপঞ্চ বা ঘটনা আমরা প্রত্যক্ষ করে থাকি সেগুলো দুটি মৌল উপাদানে বিভক্ত একটি অপরিবর্তনীয় উপাদান এবং অপরটি পরিবর্তনীয় উপাদান হিসেবে গণ্য করা হয় ।
রেসিডিউ এর বৈশিষ্ট্য নিম্নরূপ :
১. রেসিডিউ মানুষের ভাবাবেগের বহিঃপ্রকাশ।
২. রেসিডিউ মানুষের প্রবৃত্তির সাথে সম্পর্কিত। কিন্তু সকল সহজাত প্রবৃত্তির সাথে এর সম্পর্ক নেই ।
৩. রেসিডিউ মানুষের প্রকাশ (Expression) ও কাজ এর খুব কাছাকাছি অবস্থান করে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মূলত চিন্তাশক্তি, উদ্ভাবন ক্ষমতা, কল্পনাশক্তি, মৌলিকত্ব এসব গুণাগুণ রেসিডিউয়ের পরিচয় বহন করে।”