রাষ্ট্রের শ্রেণিবিভাগ ইবনে খালদুনের আলোকে আলোচনা কর
রাষ্ট্রের শ্রেণিবিভাগ ইবনে খালদুনের আলোকে আলোচনা কর |
রাষ্ট্রের শ্রেণিবিভাগ ইবনে খালদুনের আলোকে আলোচনা কর
- অথবা, রাষ্ট্র কত প্রকার? ইবনে খালদুনের আলোকে ব্যাখ্যা কর ।
উত্তর : ভূমিকা : ইবনে রুশদ এর মৃত্যুর পর মুসলিম দর্শনের চর্চা পুরোপুরি বন্ধ হতে থাকে। মুসলিম দর্শনের এহেন ক্রান্তিকালে ইবনে খালদুনের আবির্ভাব ঘটে। তিনি তার লেখনীর মাধ্যমে মুসলিম দর্শনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান ।
রাষ্ট্রের শ্রেণিবিভাগ : নিম্নে ইবনে খালদুনের আলোকে রাষ্ট্রের শ্রেণিবিভাগ আলোচনা করা হলো :
১. ধর্মভিত্তিক রাষ্ট্র : ইবনে খালদুন মনে করতেন, ধর্ম হলো রাষ্ট্রের অন্যতম ভিত্তি। যে রাষ্ট্র কুরআন ও হাদিসের বিধান অনুসারে পরিচালিত হয় তাকে বলা হয় ধর্মভিত্তিক রাষ্ট্র ।
২. যুক্তিভিত্তিক রাষ্ট্র : যুক্তিভিত্তিক রাষ্ট্র মানুষের তৈরি আইন দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত। এ রাষ্ট্রের যে কোন বিধানাবলি মানুষের প্রয়োজনে ও মানবসমাজের কল্যাণে তৈরি করা হয়। কোন অবস্থাতে মানুষের স্বার্থ বিরোধী কোন আইন তৈরি করা হয় না।
৩. দার্শনিক রাষ্ট্র : দার্শনিক রাষ্ট্র সম্পর্কে ইবনে খালদুন বলেন এ রাষ্ট্রে প্রজাসাধারণ নিজ নিজ প্রকৃতি অনুসারে কাজ পেয়ে থাকে । এখানে শোষণ ও নির্যাতন অনুপস্থিত ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইবনে খালদুনের রাষ্ট্রের শ্রেণিবিভাগ আধুনিক রাষ্ট্রের শ্রেণিবিভাগ থেকেও গুরুত্বপূর্ণ । মূলত ইবনে খালদুনের এ শ্রেণিবিভাগের আলোকেই আধুনিককালে রাষ্ট্রের শ্রেণিকরণ করা হয়েছে।