রাজনৈতিক সমাজতত্ত্ব ও অর্থনীতির মধ্যে সম্পর্ক নিরূপণ কর
রাজনৈতিক সমাজতত্ত্ব ও অর্থনীতির মধ্যে সম্পর্ক নিরূপণ কর |
রাজনৈতিক সমাজতত্ত্ব ও অর্থনীতির মধ্যে সম্পর্ক নিরূপণ কর
উত্তর : ভূমিকা : রাজনৈতিক সমাজতত্ত্ব ও অর্থনীতি একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। অর্থনীতির বিষয়বস্তু মানুষের সামাজিক জীবনকে যেমন প্রভাবিত করে তেমনি আবার সামাজিক জীবনের দ্বারা অর্থনীতির বিষয়বস্তু প্রতিফলিত হয় ।
অর্থনীতির সাথে রাজনৈতিক সমাজতত্ত্বের সম্পর্ক : স্ব-স্ব বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে সমাজতত্ত্ব ও অর্থনীতি পরস্পরকে গভীরভাবে প্রভাবিত করে থাকে। যেমন-
১. রাজনৈতিক সমাজতত্ত্ব ও অর্থনীতি একে অপরের পরিপূরক : রাজনৈতিক সমাজতত্ত্ব ও অর্থনীতি এ দুটি সামাজিক বিজ্ঞান একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। অর্থনীতির মুখ্য ও গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদন, বণ্টন, ভোগ প্রভৃতি।
এসব বিষয় মানুষের সামাজিক জীবনকে যেমন প্রভাবিত করে তেমনি আবার সামাজিক জীবনের দ্বারাও রাজনৈতিক বিষয়সমূহ প্রভাবিত হয়।
২. অর্থনীতি রাজনৈতিক সমাজতত্ত্বের উপরে নির্ভরশীল : অর্থনীতি হলো সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। কিন্তু অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি ব্যবহারিক দিক আছে। কিন্তু অন্যান্য সামাজিক বিজ্ঞান বিশেষকরে সমাজতত্ত্বের সাহায্য ব্যতিরেকে অর্থনীতি বেশিদূর অগ্রসর হতে পারে না ।
৩. সমাজতত্বের উপর অর্থনীতির প্রভাব : অর্থনীতি রাজনৈতিক সমাজতত্ত্বকে প্রভাবিত করে থাকে। মানব সমাজের সবক্ষেত্রেই অর্থনীতির উপাদান ও শক্তিসমূহে গুরুত্বপূর্ণ প্রভাব পরিলক্ষিত হয়। এ কারণে অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের উপর রাজনৈতিক সমাজতাত্ত্বিকদের আগ্রহ বেশি মাত্রায় পরিলক্ষিত হয়।
৪. অভিন্ন বিষয়বস্তু : মানবসমাজের এমন অনেক অর্থনৈতিক বিষয় আছে বর্তমানে যেগুলো সমাাজিক ও রাজনৈতিক দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ । কাজেই অর্থনীতি ও রাজনৈতিক সমাজতত্ত্ব উভয় মানবসমাজ নিয়ে আলোচনা করে থাকে ।
৫. দৃষ্টিভঙ্গিগত সম্পর্ক : রাজনৈতিক সমাজতত্ত্ব আলোচনার ক্ষেত্রে একটি সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। অপরদিকে অর্থনীতি শুধু মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে থাকে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাজনৈতিক সমাজতত্ত্ব ও অর্থনীতি উভয়ই সামাজিক বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ শাখা। উভয় বিষয়ই সমাজবদ্ধ মানুষের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে থাকে।