রাজনৈতিক সামাজিকীকরণে পেশাগত সংগঠন এর ভূমিকা উল্লেখ কর
রাজনৈতিক সামাজিকীকরণে পেশাগত সংগঠন এর ভূমিকা উল্লেখ কর |
রাজনৈতিক সামাজিকীকরণে পেশাগত সংগঠন এর ভূমিকা উল্লেখ কর
উত্তর : ভূমিকা : আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় পেশাগত সংগঠন সর্বত্র পরিলক্ষিত হয়। পেশাজীবী শ্রেণি নিজেদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন সংগঠন গড়ে তোলে।
পেশাগত সুবিধার জন্য পেশাগত সংগঠন রাজনৈতিক ব্যবস্থায় জড়িয়ে পড়ে ৷ রাজনৈতিক সামাজিকীকরণে পেশাগত সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
রাজনৈতিক সামাজিকীকরণে পেশাগত সংগঠনের ভূমিকা : পেশাগত সংগঠনের সদস্য সমর্থকদের মধ্যে সংশ্লিষ্ট পৃষ্ঠপোষক রাজনীতিক দলের মতাদর্শ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সঞ্চারিত হয়।
১. রাজনৈতিক মতাদর্শ প্রচার : পেশাগত সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত হয় এবং সেই সকল রাজনৈতিক দলের আদর্শ মূল্যবোধ প্রচার করে জনসমর্থন সৃষ্টিতে কাজ করে থাকে ।
২. নির্বাচনে অংশগ্রহণ : পেশাগত সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। ভোটে প্রার্থীদের সমর্থন প্রদান, ভোট প্রদান, ভোট সংগ্রহ, জনমত সৃষ্টি, প্রচার প্রচারণা করে থাকে।
৩. দলীয় তহবিল সংগ্রহ : পেশাগত সংগঠন দলীয় কাজ অংশ নেয় এবং দলীয় তহবিলে অর্থ সংগ্রহ ও চাঁদা প্রদান করে রাজনৈতিক সামাজিকীকরণে অংশগ্রহণ করে থাকে।
৪. অধিকার সচেতন : পেশাগত সংগঠন তাদের স্বার্থ রক্ষার্থে বিক্ষোভ, আন্দোলন ও ধর্মঘটের শামিল হয় এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে। এটা রাজনৈতিক সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পেশাগত সংগঠনগুলো কর্মসূচি ও কার্যপ্রক্রিয়া সদস্য সমর্থকদের মধ্যে বিশেষ ধরনের রাজনীতিক চিন্তাচেতনা ও মূল্যবোধ এবং বিশ্বাস সৃষ্টি করে থাকে যা রাজনৈতিক সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।