রাজনৈতিক সমাজবিজ্ঞান কি । রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কি বুঝ
রাজনৈতিক সমাজবিজ্ঞান কি । রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কি বুঝ |
রাজনৈতিক সমাজবিজ্ঞান কি । রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কি বুঝ
- অথবা, রাজনৈতিক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।
উত্তর : ভূমিকা : মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। বর্তমান বিশ্বের গতিশীল রাজনীতিতে রাজনৈতিক সমাজতত্ত্বের নতুন নতুন ধারা সংযোজিত হচ্ছে, যার ফলে আধুনিক বিশ্বের জ্ঞানপিপাসু মানুষের কাছে রাজনৈতিক সমাজতত্ত্বের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
রাজনৈতিক সমাজতত্ত্ব : সামাজিক বিজ্ঞানে রাজনৈতিক সমাজতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ শাখা। রাজনৈতিক সমাজতত্ত্ব সমাজ ও রাষ্ট্রের মিথষ্ক্রিয়া নিয়ে আলোচনা করে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী রাজনৈতিক সমাজবিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন— ক্রম ও সেলজনিক (L. Broom and P. Selznick) তাঁদের 'Sociology' শীর্ষক গ্রন্থে বলেছেন, “রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনায় রাজনীতি হচ্ছে সামাজিক ও অরাজনৈতিক বিষয়।”
অধ্যাপক বটোমোর (T.B Bottomore) তাঁর 'Political Sociology' শীর্ষক গ্রন্থে উল্লেখ করেছেন। "Political Sociology is concerned with power in its social context."
S.M. Lipset এর মতে, “রাজনৈতিক সমাজতত্ত্বকে সমাজ ও রাষ্ট্রের এবং সামাজিক কাঠামো ও রাজনৈতিক প্রতিষ্ঠানের আন্তঃসম্পর্কের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করা যায়।”
Erie Nordlinger বলেন যে, “রাজনৈতিক সামজতত্ত্ব হলো রাজনৈতিক ও সামাজিক প্রপঞ্চের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের পাঠ”
উপসংহার : আলোচিত সংজ্ঞার সুবাদে বলা যায় যে, রাজনৈতিক সমাজতন্ত্র হলো ক্ষমতার সামাজিক ভিত্তি ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোকপাত করে।