পরিবর্তনশীল সমাজের প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর
পরিবর্তনশীল সমাজের প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর |
পরিবর্তনশীল সমাজের প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর
- অথবা, পরিবর্তনশীল সমাজের মূল বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উত্তরঃ ভূমিকা : মানুষ ও মানুষের চিন্তাভাবনা, আচার আচরণ, কর্ম প্রক্রিয়া সবকিছুই নিয়ত পরিবর্তনশীল। নতুন পরিবেশ ও নতুন সময়ের সাথে মানিয়ে নেবার জন্য সর্বদা অঙ্গীকারবদ্ধ।
এ প্রসঙ্গে জনৈক সমাজবিজ্ঞানী বলেন, "By social change and understand a change in social structure, e.g. the size of a society, the composition or balance of its parts or the types of its organization." [M Ginsburg and Eisentadt]
সামাজিক পরিবর্তন (Social change) : সাধারণ অর্থে সামাজিক পরিবর্তন বলতে একটা জনগোষ্ঠী জীবনের উন্নতি বা অগ্রগতি সাধনকে বুঝায়।
মানবসমাজে পরিবর্তনের ধারা বা মাত্রা এক রূপ নয়। কখনও কোন মানবসমাজ থেমে থাকে নি। সমাজ একটি সাধারণ ও সহজ সংগঠনের থেকে একটি জটিল কাঠামোতে রূপান্তরিত হয়েছে।
সমাজবিজ্ঞানীরা সমাজকে একটা জীবদেহের সাথে তুলনা করেছেন। একটি শিশুর যেমন ধীরে ধীরে বড় হওয়ার মাধ্যমে দৈহিক পরিবর্তন, সাধিত হয়, তেমনি সমাজ দেহেরও পরিবর্তন সাধিত হয়।
পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য : পরিবর্তনশীল সমাজের প্রধান বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হল :
১. গতিশীল শক্তির উত্তन (Emergence of moving power) : সামাজিক পরিবর্তন প্রক্রিয়ার কোন কোন ক্ষেত্রে প্রগতি খুব ধীরগতিতে সাধিত হয়। যেমন- বাংলাদেশ স্বাধীনতা অর্জনের প্রাক্কালে যেসব আশ্বাস ও অঙ্গীকার দেয়া হয়েছিল সেসব অনেকাংশে অপূর্ণই থেকে যায়।
এ কারণে পাশ্চাত্যমনা তরুণ এলিট শ্রেণি হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং তাদের দ্বারা এক গতিশীল শক্তি সৃষ্টি হয়।
২. অর্থনৈতিক উন্নয়ন (Economical development) : পরিবর্তনের ফলে এসব অঞ্চলের জনগণ নিজেদের অর্থনৈতিক উন্নয়নে সচেষ্ট হয়। গুণাবলি ও দক্ষতা সামাজিক মর্যাদায় পরিণত হওয়ায় জনগণ আর্থিক অবস্থার পরিবর্তন ও উন্নয়ন ঘটাতে সচেষ্ট থাকে।
৩. ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা (Lead of destructive activities) : সনাতন সমাজের ক্ষমতাসীন ব্যক্তিদেরকে বিতাড়িত করে সে সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে না নিয়ে ক্ষমতাসীন হওয়ার আশায় অনেকেই তৎপরতা চালায়, তারা তাদের উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে, কৃষক শ্রমিকদেরকে সংগঠিত করে এবং গেরিলা যুদ্ধ পরিচালনায় পারদর্শী করে তোলে।
এভাবে তাদের সাহায্যে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে ক্ষমতালোভীরা সমাজে অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন না থাকলেও বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধি, শহর বন্ধুর গঠন এবং শিল্পোন্নয়নের কাজ চালিয়ে যায়। এভাবে সনাতন সমাজে পরিবর্তন ঘটে।
৪. সনাতন সমাজের ভাঙন (Breaking of traditional society) : পরিবর্তনশীল সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি সনাতন সমাজের ভাঙন সৃষ্টি করে।
উন্নততর সমাজগুলোর সংস্পর্শে আসার ফলে সনাতন সমাজগুলো মানবিক কল্যাণে কি ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে ক্রমশ সচেতন হয়ে উঠে। ফলস্বরূপ সনাতন সমাজের ভাঙন ধরে এবং সমাজে শুরু হয় রূপান্তরশীল প্রক্রিয়া।
৫. মূল্যবোধ পরিবর্তন (Change of values) : সনাতন সমাজ ভেঙে পড়ার কারণে পরিবর্তনশীল সমাজে মূল্যবোধের পরিবর্তন হয় । মূল্যবোধের পরিবর্তন পরিবর্তনশীল সমাজের একটি অনন্য বৈশিষ্ট্য।
৬. সামাজিক মর্যাদা (Social status) : আধুনিকতর সমাজের সংস্পর্শে আসার ফলে পরিবর্তনশীল সমাজের সামাজিক মর্যাদা এবং সাধারণভাবে রাজনৈতিক প্রভাবের চূড়ান্ত নির্ধারক হয়ে উঠে গুণাবলি ও দক্ষতা।
কিছুসংখ্যক ব্যক্তি নতুন নতুন দক্ষতায় প্রশিক্ষণ লাভ করে। সাধারণত এরূপ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগণ সনাতন সমাজের এলিট শ্রেণির অংশ হিসেবেই ছিলেন।
৭. অধিকার সচেতনতা (Consciousness of right) : অধিকার সচেতনতা পরিবর্তনশীল সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জনগণ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অধিকার সচেতন হয়ে পড়ে এবং অধিকার আদায়ের জন্য তারা সংগ্রামে লিপ্ত হয়।
৮. বহুবিধ সামাজিক শ্রেণি (Various social class) : পরিবর্তনশীল সমাজের আরেকটি হল বহুবিধ সামাজিক শ্রেণির উদ্ভব। সমাজ পরিবর্তনের সাথে সাথে নানাবিধ সামাজিক শ্রেণির সৃষ্টি হয়। যেমন- ব্যবসায়ী, সেবক, পেশাজীবী, শিল্পপতি ইত্যাদি শ্রেণির সৃষ্টি হয়।
৯. সনাতন ব্যবস্থার প্রতি আকর্ষণ (To attraction of traditional system) : পরিবর্তনশীল সমাজে মানুষ পরিবর্তনের আশা করলেও সনাতন সমাজের প্রতি তাদের আকর্ষণ রয়ে যায়। ঐ সমাজে যে অবস্থানে তারা রয়েছিল।
সেখান থেকে বেরিয়ে আসাটাকে তারা অপরাধ বা অসম্মান বলে মনে করে। অন্যদিকে, পরিবর্তনশীল সমাজে তাদের ভাগ্যোন্নয়ন ঘটবে। সুযোগ সুবিধা বাড়বে ইত্যাদি ভেবে তারা আশাবাদীও হয়ে উঠে।
১০. আধুনিকতায় উদ্বুদ্ধ (Inspired in modernity) : পরিবর্তনশীল সমাজে জনগণ আধুনিকতায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বের দাবিতে সর্বদা অটল থাকে। এছাড়া অন্যান্য সমাজের প্রভাব হলো উদ্বুদ্ধ হয়।
১১. উন্নত সমাজের সংস্পর্শ (Concern of great society) : পুরাতন সমাজকাঠামোতে ভাঙনের সৃষ্টি। রূপান্তর প্রক্রিয়া শুরু হয়। উন্নত সমাজের সংস্পর্শে আসার ফলে সমাজ ব্যবস্থায় পরিবর্তন ঘটতে পারে।
১২. বিভিন্ন সামাজিক শ্রেণির ভূমিকা (Role of different social class) : সামাজিক পরিবর্তন প্রক্রিয়ায় কোন কোন ক্ষেত্রে সেনাবাহিনীর লোকজন অধিক প্রতিপত্তিশালী হয়ে উঠেছে। কোন এক পর্যায়ে বুদ্ধিজীবীরাও পেশাগতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক প্রভাব বিস্তার করেছে।
কখনও কখনও ব্যবসায়ী ও শিল্পপতিগণ অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং কতিপয় ভূস্বামীরা সামাজিক পরিবর্তনের কাজে এগিয়ে এসেছে।
১৩. সনাতন সমাজ পরিবর্তন (Change of traditional society) : উন্নত সমাজের সংস্পর্শে আসার ফলে পুরাতন সমাজের কাঠামো ও মূল্যবোধ ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু তাই নয়, সনাতন সমাজে ঢুকে পড়ে উন্নত সমাজের দক্ষতা, ভাবধারা, রীতিনীতি ইত্যাদি। ফলে সনাতন সমাজে দেখা দেয় পরিবর্তন।
১৪. গণতান্ত্রিক ভাবধারার বিকাশ (Development of democratic thought) : পরিবর্তনশীল সমাজে জনগণের মধ্যে গণতান্ত্রিক ভাবধারার বিকাশ সাধিত হয়।
এসব পাশ্চাত্য গণতান্ত্রিক বিপ্লবী ভাবধারাগুলোর মধ্যে অন্যতম ছিল আইনের চোখে সকলে সমান, তাদের প্রতিভা বিকশিত করার সময় সুযোগ তাদেরকে প্রদান, এক ব্যক্তি একভোট ইত্যাদি ।
১৫. সমাজবাদী ধারণা (Concept of socialist) : পরিবর্তনশীল সমাজে সমাজবাদী ধারণার বিকাশ সাধিত হয়। এসব সমাজবাদী ধারণা রূপান্তরশীল সমাজগুলোতে বিরাট আবেগ সৃষ্টি করে।
এরূপ সমাজে প্রতিক্রিয়াশীল শক্তিগুলো নিজেদের টিকিয়ে রেখেছে, কিন্তু এলিট হিসেবে তাদের ক্ষমতার অবলুপ্ত হয়েছে ।
১৬. গণমাধ্যমের ভূমিকা : রূপান্তরশীল সমাজব্যবস্থাতে গণমাধ্যমগুলো সামাজিক ও রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখানে স্বায়ত্তশাসনের সুযোগ কম। অর্থাৎ গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না বললেই চলে।
১৭. রাজনৈতিক সংস্কৃতি : রূপান্তরশীল বা Transitional society তে অনুন্নত রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলে আন্তঃদলীয় কোন্দল, বৈধতার সংকট, সামরিক হস্তক্ষেপ, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব ইত্যাদি কারণে রাজনৈতিক, অস্থিরতা বিরাজ করে ।
১৮. গণতান্ত্রিক ঐতিহ্য : রূপান্তরশীল সমাজব্যবস্থায় গণতান্ত্রিক ঐতিহ্য পূর্ণমাত্রায় প্রতিষ্ঠিত হয় নি। রূপান্তরশীল বা Transitional society তে সামাজিক পর্যায়ে, রাজনৈতিক দলের নেতৃত্ব নির্ধারণে গণতান্ত্রিক চর্চার বিষয়টি উপেক্ষিত। তাই গণতান্ত্রিক ঐতিহ্য পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা পায় নি।
উপসংহার : উপরিউক্ত আলোচনা থেকে একথা বলা যায় যে, মানুষ সনাতন বা Traditional society এর ধারণা থেকে বেরিয়ে আসতে পেরেছে মূলত সামাজিক পরিবর্তনের ফলে।
আর সামাজিক পরিবর্তন ছাড়া আধুনিক সমাজব্যবস্থার সাথে খাপখাইয়ে চলা খুবই কষ্টকর। Social change and ultimate result of man's social behaviour । মানুষের সংস্কারপন্থি মনোভাবই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।