নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্র সম্পর্কে লিখ
নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্র সম্পর্কে লিখ |
নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্র সম্পর্কে লিখ
- অথবা, নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্র সম্পর্কে ধারণা দাও ।
উত্তর : ভূমিকা : বাংলার যে সমস্ত নবাবের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের মধ্যে নবাব সিরাজউদ্দৌলা অন্যতম।
ক্ষমতায় আরোহণের সময় থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়। প্রাসাদের আপনজনের ষড়যন্ত্রে পরবর্তীতে তার ক্ষমতা হারাতে হয়।
→ নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্র : নিম্নে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্র সম্পর্কে ধারণাগুলো তুলে ধরা হলো :
১. ক্ষমতা লাভ : নবাব আলীবর্দী খান অপুত্র ছিলেন বিধায় দৌহিত্র সিরাজউদ্দৌলাকে নিজ সন্তানের ন্যায় লালন-পালন করেন। মাতামহের যত্নে সিরাজ শিক্ষা-দীক্ষা ও যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন।
২. নবাবের সহচর : সিরাজউদ্দৌলা বাল্যকাল নবাব আলীবর্দী খানের সহচর হিসেবে কাজ করতেন। মারাঠা বর্গী হামলার সময়ও তিনি আলীবর্দী খানের পাশে থেকে তরবারি হাতে যুদ্ধ করেন ।
৩. মনোনয়ন গ্রহণ : তার বিভিন্ন গুণাবলির প্রকাশে নবাব আলীবর্দী খান তাকে তাঁর মৃত্যুর পূর্বেই বাংলার পরবর্তী নবাব হিসেবে মনোনীত করে যান।
১৭৫৬ খ্রিষ্টাব্দের ৯ এপ্রিল নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার দৌহিত্র সিরাজ বাংলার মসনদে আরোহণ করেন !
৪. প্রাসাদ ষড়যন্ত্র : ক্ষমতায় আরোহণের সময় নবাব সিরাজউদ্দৌলার বয়স ছিল ২২ বছর। নবাব আলীবর্দী খানের অপর দুই জামাতাও তার মৃত্যুর পর মসনদ লাভের আশা পোষণ করতেন।
সুতরাং স্নেহ যত্নে লালিত সিরাজকে নবাব আলীবর্দী খান পরবর্তী নবাব মনোনীত করলে নিকট আত্মীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।
১৭৫৬ খ্রিষ্টাব্দে নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে ঢাকার ভূতপূর্ব শাসনকর্তার বিধবা পত্নী আলীবর্দী খানের কন্যা ঘষেটি বেগম এবং পূর্ণিয়ার ভূতপূর্ব শাসনকর্তার পুত্র আলীবর্দী খানের দৌহিত্র শওকত জঙ্গ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।
ঘষেটি বেগমের দেওয়ান রাজবল্লভ ঘষেটি বেগমের পক্ষ সমর্থন করে কাজ করতে শুরু করেন। এদিকে সুচতুর ইংরেজ বণিক দলও রাজ্য লাভে ঘোলা পানিতে মাছ শিকারে নেমে যায়।
রাজনৈতিক জটিলতায় অনভিজ্ঞ সিরাজ দরবারের ষড়যন্ত্রকে সমূলে উৎপাটিত করার পূর্বেই ইংরেজদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, নবাব সিরাজ-উদ্দৌলা সময়ের প্রাসাদ ষড়যন্ত্রই বাংলায় ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটায় ৷