নবাব আলীবর্দী খান কে ছিলেন । নবাব আলীবর্দী খানের পরিচয় দাও
নবাব আলীবর্দী খান কে ছিলেন । নবাব আলীবর্দী খানের পরিচয় দাও |
নবাব আলীবর্দী খান কে ছিলেন । নবাব আলীবর্দী খানের পরিচয় দাও
উত্তর : ভূমিকা : বাংলার ইতিহাসে নবাব আলীবর্দী খানের শাসনকাল একটি অবিস্মরণীয় অধ্যায়। তিনি ছিলেন বিহারের শাসনকর্তা।
১৭৪০ খ্রিষ্টাব্দে তিনি সরফরাজ খানকে গিরিয়া নামক এক যুদ্ধে পরাজিত ও নিহত করে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাবি লাভ করেন। তাঁর সুযোগ্য শাসনে দেশে শান্তি- শৃঙ্খলা স্থাপিত হয়েছিল ।
• আলীবর্দী খানের পরিচয় : নিয়ে আলীবর্দী খানের পরিচয় আলোচনা করা হলো :
১. প্রথম জীবন : আলীবর্দী খানের প্রকৃত নাম ছিল মির্জা মুহাম্মদ আলী। তিনি পিতার দিক দিয়ে ছিলেন আরব এবং মাতার দিক দিয়ে তুর্কী বংশীয়।
তিনি নবাব সুজাউদ্দীনের মন জয় করে বিহারের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। অতঃপর তিনি মুঘল সম্রাট মুহাম্মদ শাহকে উপঢৌকন পাঠিয়ে নিজের ক্ষমতা মজবুত করেন ।
২. কৃতিত্ব : আলীবর্দী খানের সময় বাংলা, বিহার, উড়িষ্যা মারাঠা বর্গিদের অত্যাচারে ভীষণভাবে পর্যুদস্ত হয়। ১৭৪২ খ্রি. থেকে ১৭৫১ খ্রি. পর্যন্ত তাকে মারাঠাদের সাথে ভীষণভাবে যুদ্ধে জড়িত থাকতে হয়েছিল।
অবশেষে একজন দূরদর্শী শাসক হিসেবে তিনি মারাঠাদেরকে বার্ষিক বারো লক্ষ টাকা যৌতুক এবং উড়িষ্যার একাংশের রাজস্ব আদায়ের অধিকার দিতে স্বীকার করে তাদের অত্যাচার থেকে দেশকে মুক্ত করেন।
তিনি একজন সুশাসক ও প্রজারঞ্জক নবাব ছিলেন। তিনি এদেশে ইংরেজদের ব্যবসা-বাণিজ্যের সুবিধা ছাড়া অন্য কোনো সামরিক বা রাজনৈতিক সুবিধা না দিয়ে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন।
তিনি ইংরেজদেরকে এদেশে দুর্গ তৈরির কাজে বিরত রেখেছিলেন। তবে ইংরেজরা নৌ বলে বলীয়ান ছিল বলে তিনি কৌশলে তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করে চলতেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আলীবর্দী খান অতি সামান্য অবস্থা থেকে স্বীয় দক্ষতা বলে গৌরবের উচ্চ শিখরে আরোহণ করেছিলেন।
নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে তিনি যোগ্যতার সাথে এদেশে ষোল বছর রাজত্ব করতে সমর্থ হয়েছিলেন।