মেটকাফ সড়কের বৈশিষ্ট্যগুলো লেখ
মেটকাফ সড়কের বৈশিষ্ট্যগুলো লেখ |
মেটকাফ সড়কের বৈশিষ্ট্যগুলো লেখ
প্রশ্নঃ মেটকাফ সড়কের বৈশিষ্ট্যগুলো লেখ
উত্তরঃ মেটকাফ সড়কের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেওয়া হইলোঃ-
(i) নিষ্কাশন ব্যবস্থা গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।
(ii) সাবগ্রেডের উপর গ্রাভেলের স্তর মাধ্যমে সড়ক নির্মাণ করা হয়।
(iii) সড়ক উত্তমরূপে দৃঢ়াবদ্ধ হওয়ার জন্য প্রতি স্তর প্রয়োগের পর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
(iv) এক স্তর দৃঢ়াবদ্ধ হওয়ার পর পরবর্তী স্তর প্রয়োগ করা হয় এবং যানবাহন চলাচলের মাধ্যমে দৃঢ়াবদ্ধ হয়।