ম্যাকাডাম কি । ম্যাকাডাম সড়কের বৈশিষ্ট্য কি কি
ম্যাকাড্যাম সড়ক কি । ম্যাকাড্যাম সড়কের বৈশিষ্ট্য কি কি |
ম্যাকাডাম কি । ম্যাকাডাম সড়কের বৈশিষ্ট্য কি কি
প্রশ্নঃ ম্যাকাড্যাম সড়ক কি । ম্যাকাড্যাম সড়কের বৈশিষ্ট্য কি কি
উত্তরঃ স্কটল্যান্ডের অধিবাসী, ইংল্যান্ডের সার্ভেয়ার জেনারেল অব রোডস্, বিশিষ্ট সড়ক প্রকৌশলী ম্যাকঅ্যাডাম কর্তৃক উদ্ভাবিত সড়কই ম্যাকাড্যাম সড়ক নামে পরিচিত।
এ ধরনের সড়কগুলোর বৈশিষ্ট্য নিম্নরূপঃ-
(i) এগুলোর সাবগ্রেডে আড়াআড়ি ঢাল প্রদান করা হতো।
(ii) এগুলো নির্মাণে সাবগ্রেড দৃঢ়াবদ্ধকরণ ও নিষ্কাশনের ব্যবস্থা ছিল।
(iii) এগুলোতে ছোট ছোট পাথর টুকরা ব্যবহার করা হতো।
(iv) ভিত্তি স্তর, মধ্যবর্তী স্তর, সমাপনী বা পৃষ্ঠ স্তর- এ তিন স্তরে এগুলো নির্মাণ করা হতো।
(v) এগুলোর নির্মাণ আধুনিক সড়কের সাথে সংগতিপূর্ণ ছিল।
(vi) এগুলোর নির্মাণে নমনীয় সড়কের গুণাবলি বিদ্যমান ছিল ।
(vii) বর্তমানেও কিছুটা পরিবর্তন করে এগুলোর নির্মাণের পদ্ধতি অনুসরণ করা হয়।