কৃষি সমাজ কাকে বলে । কৃষি সমাজ বলতে কি বুঝ
কৃষি সমাজ কাকে বলে । কৃষি সমাজ বলতে কি বুঝ |
কৃষি সমাজ কাকে বলে । কৃষি সমাজ বলতে কি বুঝ
উত্তর : ভূমিকা : সমাজব্যবস্থার মধ্যে কৃষি সমাজ একটি গুরুত্বপূর্ণ সমাজ। কৃষির উপর নির্ভর করে কৃষি সমাজ গড়ে উঠে ।
নিম্নে কৃষি সমাজ ব্যাখ্যা করা হলো :
কৃষি সমাজ : কৃষিকে কেন্দ্র করে মানবসমাজে যে অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা পরিচালিত হয় তাকে বলা হয় কৃষি সমাজ। কৃষি সমাজের মূল কথা হলো কৃষিভিত্তিক অর্থনীতি।
মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে কৃষিকার্য ও কৃষি সভ্যতার সূচনা হয়েছে খাদ্য আহরণ ও পশুপালন যুগের পরবর্তী পর্যায়ে।
কৃষি সমাজব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সামাজিক কাঠামো ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের ব্যাপক পরিবর্তন সাধন করে।
এ সময় নতুন এক অর্থনৈতিক কাঠামো বিকশিত হয়। সমকালীন অর্থনীতি কৃষিভিত্তিক হয়ে পড়ে। এ অর্থনীতির সুবাদে নির্দিষ্ট অঞ্চলে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে।
নির্দিষ্ট অঞ্চলে মানুষ স্থায়ীভাবে বসবাস সূত্রে এ সময় জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি ঘটে। এ সময় নতুন নতুন গ্রাম ও জনপদ গড়ে উঠতে থাকে।
ফলে মানবসমাজে নতুন ধরনের সামাজিক সংগঠন গড়ে উঠে এবং সমাজের সামাজিক নিয়ন্ত্রণের প্রয়োজন ও অভাব অনুভূত হয় ।
খাদ্যের নিশ্চয়তা, মানুষের স্থায়িত্ব লাভ, পরিবার ব্যবস্থার গোড়াপত্তন, ব্যক্তিগত মালিকানা, সাধারণ ধরনের শ্রমবিভাজন ।
উপসংহার : পরিশেষে বলা যায়, কৃষি ভিত্তিক সমাজব্যবস্থা এমন এক ধরনের সমাজব্যবস্থা যা মূলত কৃষি ব্যবস্থার উপর নির্ভর করে গড়ে উঠে।