কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যা কর
কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যা কর |
কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যা কর
- অথবা, কার্ল মার্কসের আলোকে সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর।
উত্তর : ভূমিকা : মানবসমাজের ইতিহাসে সামাজিক স্তরবিন্যাস এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। সামাজিক স্তরবিন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হলেন কার্ল মার্কস ।
মার্কসের স্তরবিন্যাস তত্ত্ব : মার্কস সমাজের মানুষকে নিম্নলিখিত স্তরে ভাগ করেছেন । যথা :
১. মালিক শ্রেণি : সমাজের উৎপাদন যন্ত্র ও কাঁচামালের মালিককে মার্কস মালিক শ্রেণি হিসেবে আখ্যা দিয়েছেন। এরা উৎপাদন কার্য নিয়ন্ত্রণ করে।
২. শ্রমিক শ্রেণি : শ্রমিক শ্রেণি বলতে ঐ শ্রেণিকে বুঝানো হয় যারা উৎপাদন কর্মে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করে। তবে এ শ্রেণির উৎপাদন যন্ত্র বা উৎপাদন ব্যবস্থার উপর কোন নিয়ন্ত্রণ থাকে না ।
৩. অচেতন শ্রেণি : যেখানে সর্বহারা শ্রেণি মূলত শ্রেণি সচেতনতাহীন বা অধিকার চেতনাহীন একটি প্রাণী। যাদের আর্থিক অবস্থা একই ধরনের। এদের মধ্যে কোন রাজনৈতিক চেতনা নেই ।
৪. সচেতন শ্রেণি : যখন শ্রেণি চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণের অবসান ঘটানোর জন্য শিল্প শ্রমিকদের অনুকূলে বিপ্লবী চেতনা গড়ে উঠে তখন তাদের সচেতন শ্রেণি বলা হয়। এ স্তরে বিপ্লব সংঘটিত হয়।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, কার্ল মার্কস সমাজে বিদ্যমান শ্রেণির আলোকে সামাজিক স্ত রবিন্যাস করেছেন। তার এ তত্ত্বের মাধ্যমে আমরা সকল সমাজের সামাজিক স্তরবিন্যাস জানতে পারি।