ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র প্যারেটোর এলিট সম্পর্কে এ উক্তিটি বিশ্লেষণ কর

ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র প্যারেটোর এলিট সম্পর্কে এ উক্তিটি বিশ্লেষণ কর
ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র প্যারেটোর এলিট সম্পর্কে এ উক্তিটি বিশ্লেষণ কর

ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র প্যারেটোর এলিট সম্পর্কে এ উক্তিটি বিশ্লেষণ কর

উত্তর : ভূমিকা : এলিট শ্রেণি সমাজে মূলত অভিজাত শ্রেণি, এলিট শ্রেণি সমাজ ও রাষ্ট্রের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে । মানব সভ্যতার ইতিহাসে অভিজাতদের কর্তৃক সর্বাধিকভাবে লক্ষ্য করা যায়।

নিম্নে “ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র" প্যারেটোর এলিট সম্পর্কিত ও উক্তিটি বিশ্লেষণ করা হলো :

ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র : প্যারেটো তাঁর The Mind and Society গ্রন্থে এলিট সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করেছেন। প্যারেটো বলেছেন, "History is the graveyard of aristocracy." অর্থাৎ, ইতিহাস কুলীনতন্ত্রের সমাধিস্থল বা ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র। 

প্রত্যেক সমাজেই ব্যক্তি এবং এলিট গোষ্ঠীর নিরস্ত্রর পরিবর্তন অব্যাহত গতিতে প্রবাহমান। এ প্রবাহ সমাজে উচ্চশ্রেণি থেকে নিম্নশ্রেণি এবং নিম্নশ্রেণি থেকে উচ্চশ্রেণিতে পর্যায়ক্রমে পরিবর্তিত ও রূপান্তরিত হয়। 

এর ফলে সমাজে একটি বিশেষ প্রকাতা দেখা যায়। যাকে প্যারেটো ব্যাখ্যা কেেরছন তাঁর নিজস্ব দৃষ্টিকোণ থেকে। 

তিনি বলেছেন, "This leads to a considerable increase of the degenerate elements in the classes which still hold power and on the other hand, in an increase of elements of superior quality in the subject classes."

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ক্ষমতাশীল ও শোষক শ্রেণির আবর্তনের ফলে শাসক এলিটগণ তাদের ক্ষমতা বা আসনকে দৃঢ় হাতে ধরে রাখতে সক্ষম হয়, ফলে এ আবর্তনের মধ্যে এলিটদের ইতিহাস রচিত হয়। কাজেই ইতিহাস হলো অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ