ইব্রাহিম খানের পরিচয় দাও ৷ ইব্রাহিম খান কে ছিলেন
ইব্রাহিম খানের পরিচয় দাও ৷ ইব্রাহিম খান কে ছিলেন |
ইব্রাহিম খানের পরিচয় দাও ৷ ইব্রাহিম খান কে ছিলেন
উত্তর : ভূমিকা : মুঘল সুবাদার শায়েস্তা খানের পর খান জাহান বাহাদুর বাংলার সুবাদার নিযুক্ত হন। খান জাহান বাহাদুরের পর সম্রাট আওরঙ্গজেবের আমলে ইব্রাহিম খান মুঘল বাংলার সুবাদার নিযুক্ত হন।
→ ইব্রাহিম খানের পরিচয় : ইব্রাহিম খান বাংলার সুবাদার ছিলেন। তার পিতার ছিল আলীবর্দী খান। তিনি মুঘল সম্রাট শাহ জাহানের আমলে খ্যাতনামা আমির ছিলেন।
ইব্রাহিম খান উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন এবং ফরাসি সাহিত্যের প্রতি যথেষ্ট অনুরাগী ছিলেন। ইব্রাহিম খান বন্দি ইংরেজদেরকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে মুক্তি দেন।
মুঘল আমলে যেসব ব্যবসায়ী বাংলা থেকে বিতাড়িত হয়েছিলেন তিনি তাদেরকে ফিরিয়ে আনেন ।
ইব্রাহিম খান তাদেরকে বাংলায় ব্যবসা-বাণিজ্য করার আমন্ত্রণ জানায়। যার ফলে ইংরেজ ব্যবসায়ী আবার পুনরায় ফিরে এসে ব্যবসা-বাণিজ্য শুরু করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইব্রাহিম খান অত্যন্ত শান্তিপ্রিয় ও সরল মনের শাসক ছিলেন। তিনি দীর্ঘ প্রায় ৯ বছর অত্যন্ত সফলতার সাথে শাসনকার্য পরিচালনা করে মুঘল বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন ।