আধুনিক সমাজ কাকে বলে । আধুনিক সমাজ বলতে কি বুঝ
আধুনিক সমাজ কাকে বলে । আধুনিক সমাজ বলতে কি বুঝ |
আধুনিক সমাজ কাকে বলে । আধুনিক সমাজ বলতে কি বুঝ
উত্তর : ভূমিকা : বর্তমানে পশ্চিমা শিল্পোন্নত দেশের সমাজকে উত্তর আধুনিক সমাজ হিসেবে অভিহিত করা হয় । শিল্পভিত্তিক সমাজব্যবস্থার চরম উৎকর্ষতা হলো উত্তর আধুনিক সমাজ ।
আধুনিক সমাজ : গতানুগতিক সমাজব্যবস্থা থেকে চরম জ্ঞানবিজ্ঞানের বিকাশ, প্রযুক্তির চরম উৎকর্ষ, নিত্যনতুন আবিষ্কার ও বিরামহীন নব প্রযুক্তির ব্যবহার হলো উত্তর আধুনিক সমাজ ।
অধ্যাপক, Daniel Bell The Coming of Post Industrial Society, 1970 গ্রন্থে উত্তর আধুনিক সমাজের নিম্নরূপ বৈশিষ্ট্য উল্লেখ করেন। যেমন-
১. বুদ্ধিবৃত্তিক প্রযুক্তি, মেধার বিকাশ, নতুন উদ্ভাবন ও আবিষ্কার এবং পর্যালোচনা, ব্যাখ্যা ইত্যাদির নতুন পদ্ধতি আবিষ্কার ।
২. নতুন নতুন সমাজ কাঠামোর উদ্ভব।
৩. প্রযুক্তির বিকাশ ও উন্নয়নকে ভবিষ্যৎমুখী কল্যাণে ব্যবহার করা।
এছাড়া ব্যাপক হারে যন্ত্রনির্ভর উৎপাদন। সর্বক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তির প্রসার। বিদ্যুতের ব্যাপক সম্প্রসারণ। মুক্ত বাজার অর্থনীতির বিকাশ ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উত্তর আধুনিক সমাজব্যবস্থায় সবদিকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজব্যবস্থা বিদ্যমান। এ সমাজব্যবস্থায় জ্ঞানবিজ্ঞানের চরম উৎকর্ষ বিরাজ করে।