সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সাতগাঁও ও সোনারগাঁও বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও

সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সাতগাঁও ও সোনারগাঁও বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সাতগাঁও ও সোনারগাঁও বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও

সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সাতগাঁও ও সোনারগাঁও বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও

  • অথবা, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সাতগাঁও ও সোনারগাঁও বিজয় উল্লেখ কর।

উত্তর : ভূমিকা : বাংলার একটি স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এক বিশেষ স্থান দখল করে আছেন। তিনি একমাত্র মুসলিম শাসক তিনি সমগ্র বাংলাকে একত্রিত করার গৌরব অর্জন করেন। 

তিনি সিংহাসনে আরোহণ করার পর রাজ্য সম্প্রসারণের অংশ হিসেবে সাতগাঁ ও সোনারগাঁও বিজয় করেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ একজন শ্রেষ্ঠ সুলতান ছিলেন।

→ সাতগাঁও বিজয় : ১৩৪২ সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ ফিরুজাবাদের সিংহাসনে আরোহণ করেন। এসময় তিনি উত্তর ও উত্তর-পশ্চিম বাংলার অধীশ্বর হন। 

রাজ্য জয়ের প্রথম প্রয়াস হিসেবে ইলিয়াস শাহ সিংহাসনে আরোহণ করেই সাতগাঁও জয় করেন। তিনি কত সালে সাতগাঁও জয় করেন তা নিয়ে ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায় না। 

১৩৪৬ সালে সাতগাঁও টাকশাল থেকে তার মুদ্রা পাওয়া গিয়েছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে, ১৩৪৬ সালের পূর্বে কোনো এক সময় ইলিয়াস শাহ দক্ষিণ পশ্চিম বাংলা অর্থাৎ সাতগাঁওকে রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

সোনারগাঁও বিজয় : ইলিয়াস শাহ পূর্ববাংলা অর্থাৎ, সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করেন। ইখতিয়ার উদ্দিন গাজী শাহের নিকট থেকে তিনি সোনারগাঁও জয় করেন। 

ইলিয়াস শাহ ১৩৫২ সালে সোনারগাঁও অধিকার করেছিলেন। তার প্রমাণ পাওয়া যায় সোনারগাঁও টাকশাল থেকে জারিকৃত তার মুদ্রা থেকে। 

সোনারগাঁ জয় করার পর শামসুদ্দিন ইলিয়াস শাহ তিন অঞ্চলের অধিপতি হন অর্থাৎ, সমগ্র বাংলাদেশের অধিপতি হন। 

ইতিপূর্বে বাংলার কোনো সুলতান সমগ্র বাংলাদেশের সুলতান হওয়ার গৌরব লাভ করতে পারেনি। এ কারণেই ঐতিহাসিক শামস ই সিরাজ আফীফ ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙ্গালাহ উপাধিতে ভূষিত করেছেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার ইতিহাসে জাতীয়তাবাদের স্রষ্টা হিসেবে বিবেচিত হন। তার রাজত্বকালে বাংলার শান্তি-শৃঙ্খলা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। বাংলার স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে তার নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ