সড়ক পথ কাকে বলে | সড়ক পথ বলতে কি বুঝাই
সড়ক পথ কাকে বলে | সড়ক পথ বলতে কি বুঝাই |
সড়ক পথ কাকে বলে | সড়ক পথ বলতে কি বুঝাই
প্রশ্নঃ সড়ক পথ কাকে বলে | সড়ক পথ বলতে কি বুঝাই
উত্তরঃ সড়ক পথ হলো ভূ-পৃষ্ঠস্থ পরিবহন ব্যবস্থা। পথচারী এবং সকল প্রকার যানবাহনের জন্য নির্মিত হাইওয়ে, সিটিস্ট্রিট, ফিডার সড়ক, ভিলেজ রোড় ইত্যাদিকে সড়কপথ বলে।
সড়কপথই একমাত্র পরিবহন ব্যবস্থা যা জনসাধারণকে সর্বোচ্চ সুবিধা প্রদান করতে পারে। সড়কপথে যাতায়াতের জন্য সর্বোচ্চ হলো- যেকোন সময় যেকোন দিকে যেকোন গতিতে যানবাহনের মাধ্যমে অথবা পায়ে চলার মাধ্যমে যেকোন গমনপথ ভ্রমণ কাজে গন্তব্যস্থলে পৌঁছা যায়। সড়কপথই একমাত্র ব্যবস্থা, যার মাধ্যমে প্রতিটি মানুষ তার নিজ নিজ বাসস্থানে পৌঁছতে পারে।
যে নির্ধারিত স্থান দিয়ে জনসাধারণের অথবা যানবাহন চলাচলের আইনসংগত অধিকার প্রতিষ্ঠা করা হয় এবং এই অধিকারকে কতকগুলো বিধি নিষেধ দ্বারা সুনিয়ন্ত্রিত করা হয় এরূপ স্থানকে সড়কপথ বা রাস্তা বলে ।
হাইওয়ে ইঞ্জিনিয়ারিং হলো- পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ শাখা। সড়কপথের প্লানিং, ডিজাইন, কনস্ট্রাকশন, মেইনটেন্যান্স এবং অপারেশনের বিষয়সমূহ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বলে।