সৈয়দ বংশের অন্যতম শাসক মুবারক শাহের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর
সৈয়দ বংশের অন্যতম শাসক মুবারক শাহের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর |
সৈয়দ বংশের অন্যতম শাসক মুবারক শাহের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর
- অথৱা, সুলতান মুবারক শাহের রাজত্বকাল আলোচনা কর ।
- অথবা, সুলতান মুবারক শাহের রাজত্বকাল বিস্তারিত বর্ণনা কর।
উত্তর : ভূমিকা : সৈয়দ বংশের অন্যতম শাসক সুলতান মুবারক শাহ ভারতীয় উপমহাদেশে দক্ষতার সাথে প্রায় ১৩ বছর শাসন করে যান।
সৈয়দ বংশের একজন যোগ্যতম শাসক ছিলেন সুলতান মুবারক শাহ। তিনি শাসনকার্য পরিচালনা, রাজ্য বিজয়, শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় ও নম্র সুলতান হিসাবে ইতিহাসে বরণীয় হয়ে আছেন।
ঐতিহাসিক ড. হামিদউদ্দীন তার সম্পর্কে বলেন, "Mubarak Shah proved to be the ablest king of the house of Khijir Khan." অর্থাৎ, খিজির খানের বংশে মুবারক শাহ ছিলেন সর্বাপেক্ষা যোগ্যতম শাসক ।
→ মুবারক শাহের পরিচয় : সলতান মুবারক শাহ ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খানের জ্যেষ্ঠ পুত্র। খিজির খান ১৪২১ সালে মৃত্যুবরণ করলে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
সুলতান মুবারক শাহ। মুবারক শাহ দীর্ঘ ১৩ বছর ভারতবর্ষ শাসন করেন। ১৪৩৪ সালে পর্যন্ত দিল্লির শাসনকার্য পরিচালনা করেন।
সম্মিলিত হিন্দু-মুসলিম মালিক, জায়গিরদার ও উজিরের চক্রান্তে ১৪৩৪ সালে নিহত হন। তার মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র খিজির খানের পৌত্র মুহম্মদ শাহ ১৪৩৪ সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
তিনি তার রাজত্বকালে সাম্রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সৈয়দ বংশের মধ্যে অন্যতম শাসক বলে ধরা হয়।
] মুবারক শাহের কৃতিত্ব ও চরিত্র : নিম্নে সুলতান মুবারক শাহের কৃতিত্ব ও চরিত্র আলোচনা করা হলো :
১. বিদ্রোহ দমন : সুলতান মুবারক শাহ দিল্লির সিংহাসনে আরোহণের পূর্বেই তার পিতা খিজির খানের শাসনামলেই সাম্রাজ্যের মাঝে প্রায়ই বিদ্রোহ দেখা দিত।
তিনি এসব বিদ্রোহ মোকাবিলা করতে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নি। তাই সুলতান মুবারক শাহ ক্ষমতায় আরোহণ করেই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও অরাজকতা অবসানের জন্য কঠোরহস্তে সচেষ্ট হন।
বিদ্রোহীদের মোকাবিলার জন্য অভিযান প্রেরণ করেন। প্রাথমিকভাবে সুলতান মুবারক শাহের কঠোরহস্তে বিদ্রোহ দমনে সক্ষম হন ।
২. খোকর জাতির বিরুদ্ধে অভিযান : সুলতানি দুর্বলতার সুযোগে পাঞ্জাব প্রদেশের থোকর জাতির বিদ্রোহ সংঘটিত করে | দিল্লির শাসন অধিকার করতে চেয়েছিল।
সুলতান মুবারক শাহ পাঞ্জাব খোকর জাতির ষড়যন্ত্র বুঝতে পেরে তাদের দমন করার জন্য কঠোর অভিযান প্রেরণ করেন।
সুলতানের কঠোর পদক্ষেপের জন্য খোকর জাতি নেতা জাসরাত হত্যার মাধ্যমে সে বিদ্রোহ দমনে অনেকটা সচেষ্ট হন।
৩. জৌনপুরের বিদ্রোহ দমন : সুলতান মুবারক শাহ ক্ষমতায় আরোহণের দ্বিতীয় বছরের মাথায় জৌনপুরের রাজা মুহাম্মদ খান মুবারক শাহের প্রতি অনাস্থা প্রকাশ করে বিদ্রোহ শুরু করে সুলতানকে সিংহাসনচ্যুত করার জন্য।
সুলতান মুবারক শাহ মুহাম্মদ খানের এরকম বিরুদ্ধাচরণ করার জন্য তার বিরুেদ্ধে অভিযান প্রেরণ করার পরিকল্পনা করেন। এছাড়া সৈয়দ আমলে জৌনপুর সুলতানসের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ছিল।
তাই সুলতান মুবারক শাহ জৌনপুরের শাসক মুহাম্মদ খানের বিরুদ্ধে শক্তিশালী অভিযান প্রেরণ করে জৌনপুরের বিদ্রোহ দমনে সচেষ্ট হন, ফলে মুহাম্মদ খান সুলতান এবং সুলতানের বশ্যতা স্বীকার করাতে বাধ্য হন।
৪. দোয়াব ও রোহিলাখণ্ডে আধিপত্য প্রতিষ্ঠা : সুলতান খিজির খানের শাসন আমলে রোহিলাখণ্ড ও দোয়াব অঞ্চল সৈয়দ বংশের হস্তচ্যুত হয়। সুলতানে মুবারক শাহ ক্ষমতায় আরোহণ করে সেসব অঞ্চলে সৈয়দ বংশের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার জন্য পরিকল্পনা গ্রহণ করেন।
দিল্লি থেকে একটু দূরবর্তী অঞ্চল হওয়া সত্ত্বেও তিনি সেখানে অভিযান প্রেরণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। তাছাড়া সেইসব অঞ্চলে ছোট ছোট বিদ্রোহ চলছিল।
তাই এসব সুযোগ গ্রহণ করে সুলতান মুবারক শাহ অভিযান প্রেরণ করে সেসব অঞ্চলে বিদ্রোহ দমনে সচেষ্ট হয়ে সোয়াব ও রোহিলাখণ্ডে আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করে দিল্লি সালতানাতের হৃতগৌরব উদ্ধার করেন।
৫. মিশরের খলিফার প্রতি আনুগত্য : সুলতান মুবারক শাহ যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সে সময় পৃথিবী বিখ্যাত শাসক ছিল মোগল শাসকরা। মোঙ্গল শাসকরা পৃথিবীর মাঝে ত্রাস সৃষ্টি করে সাম্রাজ্য বিস্তার করতো।
সে সময়ে মোগল শাসক ছিল তৈমুর লং। সুলতান বিজির খান তৈমুরীয় বংশ শাসক তৈমুর লং এর আনুগত্য প্রদর্শন করেন।
কিন্তু সুলতান মুবারক শাহ ক্ষমতায় আসার পর তৈমুরীয় বংশের মাঝে উত্তরাধিকারী দুর্বলতার সুযোগে তাদের মাঝে অনেক বিভাজন তৈরি হয়েছিল তাই সুলতান মুবারক শাহ তৈমুর লংয়ের প্রতি অনাস্থা জ্ঞাপক করে, তাদের ব্রাগের জন্য মুবারক শাহ মিসরের বিদ্যমান খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করেন।
৬. শাসনব্যবস্থা : সুলতান মুবারক শাহ বিদ্রোহ দমন অভিযান শেষ করে রাজ্য শাসনের দিকে মনোযোগ দেন। তার পিতার প্রতিষ্ঠিত সৈয়দ বংশকে সুদৃঢ় করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি শাসনব্যবস্থার সংস্কার সাধন করেন। তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্বের নিয়োগ অপরিবর্তিত রাখলেও অধিক ক্ষমতাশীন হওয়া থেকে বিরত রাখার উদ্দেশ্যে মালিক ও জায়গির ব্যবস্থা সংস্কার করেন।
পিতার প্রতিষ্ঠিত শাসনব্যবস্থা সংস্কার সাধন করেন। শাসনব্যবস্থাকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন।
৭. দায়িত্বশীল শাসনব্যবস্থা : সুলতান মুবারক শাহ তার দক্ষতার মাধ্যমে দায়িত্বশীল শাসনব্যবস্থা গড়ে তোলেন। তার শাসনব্যবস্থার অন্যতম দায়িত্বে ছিল উজির সারওয়ার মূলক।
গুজির সারওয়ার মূলক তার দায়িত্ব পালনে অমনোযোগী হয়ে পড়লে তিনি জামাল উল মুলকে ডজির নিযুক্ত করেন।
সু মুবারক শাহ এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাম্রাজ্যের শাসনব্যবস্থা মধ্যে স্বচ্ছতা ও জনকল্যাণকামী প্রশাসনব্যবস্থা গড়ে তুলেন।
৮. মুদ্রা জারি : সৈয়দ বংশের সুলতান মুবারক শাহ একজন শক্তিশালী স্বাধীন মুসলিম শাসক ছিলেন। তিনি তার আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
স্বাধীন নিল্লি সালতানাত শাসক হিসেবে তিনি মুইজউদ্দিন মুবারক শাহ উপাধি ধারণ করে নিজ নামে মুদ্রা জারি করেন।
তিনি যোদ্ধা ও নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি যে স্বাধীন সার্বভৌম শাসক ছিলেন নিজের নামে মুদ্রা জারি তার একটি উৎকৃষ্ট উদাহরণ।
৯. জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা : সুলতান মুবারক শাহ একজন বিদ্যোৎসাহী শাসক ছিলেন। তিনি তার শাসনের সময় সাম্রাজ্যের জ্ঞানী ও গুণীদের অনেক কদর করতেন।
সুলতান মুবারক শাহের শাসন আমলে সুলতান মুবারক শাহের পৃষ্ঠপোষকতায় ইয়াহিয়া বিন আহম্মেদের “তারিখ-ই-মুবারক শাহী" নামক বিখ্যাত ইতিহাস গ্রন্থটি প্রণয়ন করেন।
সে আমলে ইতিহাস গ্রন্থ সময়োপযোগী অতি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। তার সাহিত্য ইতিকথার পৃষ্ঠপোষকতায় তিনি যে জ্ঞানবিজ্ঞান অনেক অবদান রেখে যান অন্যতম দৃষ্টান্ত।
১০. চরিত্র : মুবারক শাহের চরিত্রে অসংখ্য গুণের সমাবেশ ঘটে। জনৈক সমসাময়িক ঐতিহাসিক তাকে উদ্দেশ্য করে বলেন, "A element and generous sovereign full excellent qualities." চমৎকার গুণাবলির অধিকারী একজন নম্র ও দয়ালু সুলতান বলে আখ্যায়িত করা হয় মুবারক শাহকে।
সুলতান যুবারক শাহ একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি বিচারকার্য সম্পাদনের জন্য সর্বোচ্চ অবস্থা ন্যায়পথ অবলম্বন করতেন।
তার চরিত্রে অপূর্ব সমাবেশ ঘটিয়েছেন। তিনি একজন ন্যায়নিষ্ঠ শাসক ছিলেন। ব্যক্তিগতভাবে খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন।
১১. সৈয়দ শাসকের মধ্যে তার মহান খিজির খান প্রতিষ্ঠিত : সৈয়দ বংশকে মুবারক শাহ সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তার পিতার সাম্রাজ্য শুধু প্রতিষ্ঠা করে যান কিন্তু এর ভিত্তি স্থাপন করেন মুবারক শাহ মুবারক শাহ ছিলেন সৈয়দ বংশের মাঝে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শাসক। তার পরবর্তী সময় সৈয়দ বংশ আরো ১৭ বছর শাসন করে যান।
উপসংহার : পরিশেষে বলতে পারি, সৈয়দ বংশের দ্বিতীয় শাসক হিসেবে সুলতান মুবারক শাহ যথেষ্ট কৃতিত্ব রেখে যান। তার দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে সৈয়দ শাসনের অনেক ক্ষেত্রে অবদান রেখে যান।
পিতার প্রতিষ্ঠিত বংশকে উত্তরাধিকারী হিসেবে অনেক সাফল্যে ছিলেন বলে মনে করা যায়। ইতিহাসেরও সৈয়দ শাসক হিসেবে যোগ্যতম স্থান দখল করে আছেন।