স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে । গৌড়রাজ্য কে প্রতিষ্ঠা করেন
স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে । গৌড়রাজ্য কে প্রতিষ্ঠা করেন |
স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে । গৌড়রাজ্য কে প্রতিষ্ঠা করেন
- অথবা, কে গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেছিল?
উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলায় অনেক জনপদের উদ্ভব হয়। এসব জনপদগুলোর মধ্যে অন্যতম একটি জনপদ হলো গৌড় জনপদ। পিতার মৃত্যুর পর লক্ষ্মণ সেন পিতৃসিংহাসনে আরোহণ করেন।
সিংহাসনে আরোহণ করে তিনি বিভিন্ন রাজ্যজয় করেছিলেন। এর মধ্যে গৌড় রাজ্যজয় ছিল তার জীবনের এক অক্ষয় কীর্তি।
→ গৌড়ে রাজ্য প্রতিষ্ঠা : গুড় উৎপাদনের কেন্দ্র বলে গৌড় নগর বা গৌড়দেশের নাম উদ্ভব হয়। আর হয়তো এ গৌড় নগরকে ঘিরেই পরে গৌড় জনপদ গড়ে উঠেছিল।
পাণিণির অষ্টাধ্যায়ীতে, কৌটিল্যের অর্থশাস্ত্র, বৎসায়নের কামসূত্র, বরাহমিহিরের বৃহৎসংহিতায় গৌড় জনপদের উল্লেখ আছে।
তবে এর অবস্থান সম্পর্কে দ্বিমত রয়েছে। এ জনপদটির সঠিক অবস্থান জানা যায়নি। আদিকালে গৌড় বলতে বর্তমানে মুর্শিদাবাদ জেলা ও মালদা জেলার দক্ষিণাংশকে বোঝাত ।
লক্ষ্মণ সেন বাল্যকাল হতেই তিনি পিতা এবং পিতামহের সাথে বিভিন্ন যুদ্ধে তার পারদর্শিতা দেখান এবং বিভিন্ন রাজ্য জয়ের অনুপ্রেরণা পান। তাঁর কোনো পূর্বপুরুষ গৌড় জয় করে যেতে পারেনি।
তিনি গৌড় রাজ্য জয় করে এর রাজধানীর নামকরণ করেন লক্ষ্মণাবতী। গৌড় জয়ের পর থেকে সেন শাসকগণ গৌড়েশ্বর উপাধি লাভ করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, লক্ষ্মণ সেন একজন বয়স্ক শাসক হলেও বিভিন্ন রাজ্যজয়ে তিনি যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তা তাকে এবং তার শাসনামলকে আরও বিশেষিত করে।
লক্ষ্মণ সেন উত্তরে গৌড়, পূর্বে কামরূপ ও দক্ষিণের কলিঙ্গরাজকে পরাজিত করে পৈতৃক রাজ্য রক্ষা করেন। তাই তাকে এ দৃষ্টিকোণ থেকে সেন বংশের একজন সফল শাসক বলা যায় ।