রামপালের পরিচয় দাও । রামপাল কে ছিলেন
রামপালের পরিচয় দাও । রামপাল কে ছিলেন |
রামপালের পরিচয় দাও । রামপাল কে ছিলেন
- অথবা, পাল রাজা রামপালের সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর- ভূমিকা : পালবংশ বাংলার ইতিহাসে দীর্ঘকাল শাসন ক্ষমতায় ছিল। পালবংশের সতের জন শাসকের মধ্যে রামপাল ছিল অন্যতম একজন শাসক। তিনি তার যোগ্যতা ও দক্ষতার বলে পালবংশের ক্ষমতায় আরোহণ করেন।
[] রামপালের পরিচয় : রামপাল ছিলেন পালবংশের সব শেষ সুযোগ্য রাজা। তিনি ছিলেন পিতা তৃতীয় বিগ্রহপাল ও মাতা ছিলেন রাষ্ট্রকূট বংশীয়।
আর শাসক তৃতীয় বিগ্রহ পালের ৩ জন পুত্র সন্তান ছিল তার মধ্যে রামপাল ছিল অন্যতম যোগ্য ও দক্ষ সন্তান ।
তিনি বিগ্রহ পালের দ্বিতীয় সন্তান এবং রামপাল তার সবগুলো ভাইদের মধ্যে চতুর দক্ষ ন্যায়পরায়ণ ছিলেন বলে তিনি পালবংশের ক্ষমতায় আরোহণ করেন।
→ পালবংশের ক্ষমতা গ্রহণ : রামপাল ও শুরপালকে তার ভ্রাতা দ্বিতীয় মহীপাল কারাবন্দি করে। কারণ তারা পালবংশের ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল।
যখন দ্বিতীয় মহীপাল সামন্তদের দ্বারা পরাজিত হয়ে পালবংশের ক্ষমতা ছাড়া তখন দিব্যক কিছুদিন সেখানে সামন্তশাসন প্রতিষ্ঠা করে। তবে রামপাল কারাগার থেকে মুক্তি পেয়ে ১০৭৭ খ্রিষ্টাব্দে পালবংশের ক্ষমতায় আরোহণ করেন।
তবে রামপালের ক্ষমতা আরোহণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে ধারণা করা হয় রামপাল তার ভাই শুরগালকে হত্যা করে পালবংশের সিংহাসন আরোহণ করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, রামপাল নিজ দক্ষতার বলে সিংহাসনে আরোহণ করে। তবে তিনি পালবংশের অন্যতম একজন শেষ রাজা ছিলেন এ কথা নিঃসন্দেহে বলা যায়।