পাল যুগের অর্থনৈতিক অবস্থা আলোচনা কর
পাল যুগের অর্থনৈতিক অবস্থা আলোচনা কর |
পাল যুগের অর্থনৈতিক অবস্থা আলোচনা কর
- অথবা, পাল যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
- অথবা, পাল শাসনামলে বাংলার অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও ৷
উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলায় পাল রাজাগণ প্রায় চারশত বছর শাসনকার্য পরিচালনা করেছিল। তাদের এ সুদীর্ঘ শাসনামলে অর্থনীতিতে প্রভূত উন্নতি সাধিত হয়েছিল।
চারশত বছরব্যাপী পাল যুগে বাংলা একদিকে যেমন ভারতীয় রাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছিল অন্যদিকে বাংলার অর্থনৈতিক অবস্থারও আত্মপ্রকাশ ঘটেছিল ।
→ পাল যুগের অর্থনৈতিক অবস্থা : নিচে পাল যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করা হলো :
১. কৃষি : প্রাচীনকাল থেকেই বাংলা ছিল কৃষি নির্ভর দেশ পাল যুগের জনসাধারণেরও প্রধান জীবিকা ছিল কৃষি। সে সময় নানা জাতের ধান উৎপন্ন হতো। প্রচুর পরিমাণে মাছ চাষ হতো।
চাল, আম, আদা, নারিকেল বাঁশ প্রভৃতি দ্রব্য পাল আমলে প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। তাছাড়াও সে সময় ঘোড়া, উট, শূকর, হরিণ ইত্যাদি পোষা হতো।
২. শিল্প : পাল আমলে শিল্পের অগ্রগতিও অর্থনীতির চাকাকে সচল করেছিল। সে সময় বস্ত্রশিল্পের অনেক সুনাম ছিল বাংলার মিহি সুতার কাপড়ের আরব ও চীনা পর্যটকরা উচ্চ প্রশাংসা করেছিল।
তাছাড়াও চিনি শিল্প, হস্তশিল্প প্রভৃতি অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ অবদান রেখেছিল। পাল আমলে জাহাজ নির্মাণেও বাংলা বিখ্যাত ছিল।
৩. খনিজ দ্রব্য : বাংলা প্রাচীনকালে প্রচুর খনিজ দ্রব্যে ভরপুর ছিল। সে সময় অনেক খনিজ দ্রব্য পাওয়া যেত। পাল আমলে ত্রিপুরাতে সোনার খনি ছিল বলে ঐতিহাসিকরা ধারণা করে থাকেন ।
তাছাড়াও সুবর্ণরেখায় তামা, মেদিনীপুরে লবণ পাওয়া গিয়েছিল । এসব খনিজ দ্রব্য অর্থনৈতিক উন্নতি সাধন করেছিল ।
৪. অভ্যন্তরীণ বাণিজ্য : প্রাচীনকাল থেকে ব্যবস্থা বাণিজ্যের জন্য বাংলার স্থলপথ ভালো ছিল না। তবে নদীপথে নৌবাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটেছিল।
নদীপথে নৌকার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে পণ্য আমদানী-রপ্তানী করা হতো। ফলে অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর লাভবান হওয়া যেত।
উপসংহার : পরিশেষে বলা যায়, প্রাচীনকালে পাল যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত ছিল। সে সময়ে কৃষি, শিল্প বাণিজ্য, প্রভৃতি দিক হতে বাংলা এগিয়ে গিয়েছিল। পাল আমলের অর্থনৈতিক ভিত অনেকটা মজবুত ছিল। সে সময়ে বাংলা ধন-ঐশ্বর্যে ভরপুর ছিল।