পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ৷ কে শ্রেষ্ঠ দেবপাল না ধর্মপাল বর্ণনা দাও
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ৷ কে শ্রেষ্ঠ দেবপাল না ধর্মপাল বর্ণনা দাও |
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ৷ কে শ্রেষ্ঠ দেবপাল না ধর্মপাল বর্ণনা দাও
- অথবা, পালবংশের রাজাদের মধ্যে শ্রেষ্ঠ কে?
- অথবা, পালবংশের রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম পাল না দেব পাল?
উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার ইতিহাসে পাল সাম্রাজ্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর পাল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের ভূমিকা অপরিসীম তাদের মধ্যে দেবপাল ও ধর্মপাল অন্যতম।
উভয়ই সাম্রাজ্য বিস্তারে এবং এর রক্ষণাবেক্ষণে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তবে এদের মধ্যে কে শ্রেষ্ঠ এ নিয়ে মতানৈক্য আছে।
→ কে শ্রেষ্ঠ দেবপাল না ধর্মপাল : প্রাচীন বাংলার ইতিহাসে দেবপাল ও ধর্মপাল উভয়ের কৃতিত্ব সমান। তবে ঐতিহাসিকগণ ধর্মপালকে দেবপালের চেয়ে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেন।
গোপাল কর্তৃক পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্মপালের রাজত্বকালে স্থায়িত্ব লাভ করে। ধর্মপাল পাল সাম্রাজ্যকে বৃদ্ধি করার জন্য প্রতীহার ও রাষ্ট্রকূট রাজার সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং সাম্রাজ্য বৃদ্ধির ক্ষেত্রে তিনি সফলও হয়েছিলেন।
যদিও তিনি উভয়ের সাথে সংঘর্ষে পরাজিত হন। ধর্মপাল বৌদ্ধধর্ম ও শিক্ষাদীক্ষার ক্ষেত্র হিসেবে বহু মঠ ও শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন।
কিন্তু পাল সাম্রাজ্য বিস্তারে দেবপালের ভূমিকাও কম না। পিতা ধর্মপাল কর্তৃক বিজিত সাম্রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই রাজ্যবিস্তার দেবপালের পক্ষে অনেকটাই সহজ হয়ে যায়।
দেবপাল তার পিতার মতো যুদ্ধে একটাও পরাজয়বরণ করেননি। ধর্মপাল যেমন ত্রিপক্ষীয় সংঘর্ষে উভয়ের কাছে পরাজয়বরণ করেন যদিও তিনি ভাগ্যগুণে সাম্রাজ্যের কর্তৃত্ব পেয়েছিলেন।
তথাপি দেবপাল তার রাজত্বকালে কোনো যুদ্ধে পরাজয়বরণ করেননি। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তিনিও বহু বৌদ্ধ বিহার ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন।
অতএব, পাল সাম্রাজ্য দেবপাল ও ধর্মপালের প্রচেষ্টায় আর্যাবর্তের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পাল সাম্রাজ্য বিস্তার ও এর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ধর্মপাল ও দেবপাল প্রাচীন বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম । উভয়েরই কৃতিত্ব সমান হলেও ঐতিহাসিকগণ ধর্মপালকে পালবংশের শ্রেষ্ঠ শাসক বলে উল্লেখ করেছেন।