লডহচন্দ্র কিভাবে ক্ষমতায় আরোহণ করেন আলোচনা কর
লডহচন্দ্র কিভাবে ক্ষমতায় আরোহণ করেন আলোচনা কর |
লডহচন্দ্র কিভাবে ক্ষমতায় আরোহণ করেন আলোচনা কর
- অথবা, লডহচন্দ্রের ক্ষমতায় আরোহণ সম্পর্কে লিখ।
উত্তর : ভূমিকা : চন্দ্রবংশের অন্যতম একজন শক্তিশালী রাজা হলেন লডহচন্দ্র। তার সময়ে চন্দ্রবংশ গৌরবময় অবস্থানে অধিষ্ঠিত ছিল। তিনি ছিলেন কল্যাণচন্দ্রের পুত্র।
ময়নামতিতে প্রাপ্ত তাম্রশাসন থেকে লডহচন্দ্র সম্পর্কে জানা যায়। তবে তার বা তার পুত্রের তাম্রশাসন থেকে রাজত্বকাল সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তিনি ১৮ বছর শাসন পরিচালনা করেছিলেন।
→ লডচন্দ্র : কল্যাণচন্দ্রের উত্তরাধিকারী ছিলেন লডহচন্দ্র ময়নামতিতে লডহচন্দ্রের দুটি ও তার পুত্র গোবিন্দচন্দ্রের একটি তাম্রশাসন আবিষ্কৃত হওয়ায় চন্দ্রবংশে তার অবস্থান নিয়ে কোনো সংশয় নেই।
তিনি শান্তিকালীন কার্যকলাপে আত্মনিয়োগ্য করেছিলেন। তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় তার এবং তার পুত্রের তাম্রশাসনে।
এ প্রশস্তিতে তার 'বিদ্যাবন্দি' অতিক্রম বারনসীতে ধর্মীয় স্নান এবং কবিত্ব ও পাণ্ডিত্যজনিত খ্যাতির কথা উল্লেখ করা হয়েছে। লডহচন্দ্র বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন।
কিন্তু বারানসিতে গঙ্গাস্নানের প্রতি তিনি গুরুত্ব আরোপ করতেন। তার ময়নামতি শাসনামলে ভূমিদান করা হয়েছিল বাসুদেবের উদ্দেশ্যে।
সুতরাং বৌদ্ধ হওয়া সত্ত্বেও অন্য ধর্মের প্রতি তার উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। লড়হচন্দ্র ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছরকাল রাজত্ব করেছিলেন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, লডহচন্দ্র ব্যক্তিগতভাবে সুহৃদয়ের অধিকারী ছিলেন । তিনি তার নিজ ধর্মের প্রতি অনুরাগের পাশাপাশি অন্যধর্মের প্রতিও উদার ছিলেন।