লক্ষ্মণ সেনের রাজনৈতিক দূরদর্শিতা কেমন ছিল
লক্ষ্মণ সেনের রাজনৈতিক দূরদর্শিতা কেমন ছিল |
লক্ষ্মণ সেনের রাজনৈতিক দূরদর্শিতা কেমন ছিল
- অথবা, রাজা হিসেবে লক্ষ্মণ সেনের রাজনৈতিক দূরদর্শিতা মূল্যায়ন কর।
উত্তর : ভূমিকা : ১১৭৯ খ্রিষ্টাব্দে প্রায় ৬০ বছর বয়সে লক্ষ্মণ সেন বাংলার সিংহাসনে আরোহণ করেন। বাংলার ইতিহাসে লক্ষ্মণ সেনের রাজত্বকাল অতীব গুরুত্বপূর্ণ।
লক্ষ্মণ সেন তার পিতামহের পদাঙ্ক অনুসরণ করে গৌড়, কলিঙ্গ, কামরূপ ও কাশীতে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন।
→ লক্ষ্মণ সেনের রাজনৈতিক দূরদর্শিতা : রাজত্বের প্রথম দিকে লক্ষ্মণ সেন বাংলায় অনেক সাফল্য অর্জন করেন। কিন্তু শেষের দিকে বার্ধক্যজনিত কারণে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন।
তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী হলেও রাজনৈতিক দূরদর্শিতায় তার ব্যর্থতা পরিলক্ষিত হয়। ১২০৪ খ্রিষ্টাব্দে বখতিয়ার খলজি প্রায় সমগ্র উত্তর ভারত অধিকারের পর বাংলা আক্রমণ করলে লক্ষ্মণ সেন তার কোনো প্রতিরোধ না করে নদীপথে দক্ষিণ-পূর্ব বাংলায় চলে যান।
তিনি নিজ সাম্রাজ্যকে বাহিরের শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারেননি। তিনি তার সমরাভিযান মগধাধিকার পর্যন্ত করেছিলেন।
ফলে গাহড়বাল দুর্বল হয়ে পড়েছিল, যা ছিল অগ্রসরমান মুসলমানদের বিরুদ্ধে শেষ প্রতিরোধ প্রাচীর। সেই প্রাচীরকে দুর্বল করায় তিনি রাষ্ট্র ও সমরবুদ্ধিতে অদূরদর্শিতার পরিচয় দেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, লক্ষ্মণ সেনের রাজনৈতিক দূরদর্শিতার অভাবে বাংলায় সেন বংশের পতন হয় এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।