লক্ষ্মণ সেনের পতনের জন্য তার ধর্মভীরুতা কতটা দায়ী ছিল
লক্ষ্মণ সেনের পতনের জন্য তার ধর্মভীরুতা কতটা দায়ী ছিল |
লক্ষ্মণ সেনের পতনের জন্য তার ধর্মভীরুতা কতটা দায়ী ছিল
- অথবা, লক্ষ্মণ সেনের পতনের জন্য কি তার ধর্মভীরুতা দায়ী ছিল?
উত্তর : ভূমিকা : বাংলায় সেন বংশের অন্যতম ও শেষ রাজা লক্ষ্মণ সেন। প্রায় ষাট বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন।
বিভিন্ন সমস্যায় পতিত হয়ে লক্ষ্মণ সেন তার সাম্রাজ্য হারান এবং বাংলার শাসনভার মুসলিমদের হাতে চলে যায় । এরই মাধ্যমে বাংলায় হিন্দু রাজত্বের অবসান হয়।
→ লক্ষ্মণ সেনের ধর্মভীরুতা : লক্ষ্মণ সেনের পিতা ও পিতামহ শৈবধর্মের অনুসারী ছিলেন এবং পরমমাহেশ্বর উপাধি গ্রহণ করেন। কিন্তু তিনি তাদের পদাঙ্ক অনুসরণ না করে বৈষ্ণবধর্মে দীক্ষিত হন এবং ‘পরমবৈষ্ণব' উপাধি গ্রহণ করেন।
তিনি কৌলিন্য প্রথা বিস্তারে সচেষ্ট ছিলেন। এজন্য সমাজের বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের লোকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম নেয়। শুরু হয় অস্থিরতা ও অরাজকতা। নিজেদের -মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরই সুযোগ নেয় মুসলমানেরা।
নিজেদের মধ্যে বিভেদ থাকায় মুসলমানেরা বাংলায় আক্রমণে উৎসাহ পায় । অবশেষে লক্ষ্মণ সেন তার রাজনৈতিক দূরদর্শিতা ও অন্যান্য বিবিধ কারণে বখতিয়ার খলজি কাছে পরাজয়বরণ করেন।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, লক্ষ্মণ সেনের পতনের জন্য তার ধর্মভীরুতা অনেকাংশে দায়ী।
আবার অনেকে মনে করেন, বার্ধক্যে রাজকর্মের শাসনভার তার পুত্রদের হাতে সমর্পণ করা উচিত ছিল। মূলত বহুবিধ কারণে বাংলার শাসনভার মুসলিমদের হাতে চলে যায় এবং হিন্দু রাজত্বের অবসান ঘটে ।