লক্ষ্মণ সেন কোন ধর্মের অনুসারী ছিলেন
লক্ষ্মণ সেন কোন ধর্মের অনুসারী ছিলেন |
লক্ষ্মণ সেন কোন ধর্মের অনুসারী ছিলেন
- অথবা, লক্ষ্মণ সেন কোন ধর্ম পালন করতেন?
উত্তর : ভূমিকা : লক্ষ্মণ সেন ছিলেন বল্লালসেন ও রমাদেবীর পুত্র। তিনি ১১৭৯ খ্রিষ্টাব্দে প্রায় ৬০ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
ভাওয়াল ও মাধাই নগর তাম্রশাসনে তিনি গৌড়েশ্বর উপাধি গ্রহণ করেন, যা বিজয় সেন বা বল্লাল সেন এ উপাধি গ্রহণ করেননি। ধর্মীয় দিক থেকেও তিনি পূর্বসূরিদের অনুসরণ করেননি।
লক্ষ্মণ সেনের ধর্ম মতবাদ : লক্ষ্মণ সেনের পিতা ও পিতামহ শৈবধর্মের অনুসারী ছিলেন। কিন্তু তিনি বৈষ্ণবধর্মে দীক্ষিত হয়েছিলেন। পূর্বসূরিগণ ‘পরমমহশ্বার' উপাধি গ্রহণ করলেও তিনি ‘পরমবৈষ্ণব' উপাধি গ্রহণ করেন।
তিনি নানা ধরনের ধর্মীয় কাজে ব্রত ছিলেন। ব্রাহ্মণ্য ধর্ম ও কৌলন্য প্রথার বিস্তারে তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন। তবে সর্বক্ষেত্রে হিন্দুধর্মের প্রতিষ্ঠার চেষ্টা সমাজে বিরূপ প্রভাব ফেলে এবং অস্থিরতা দেখা দেয়।
ফলে ক্ষোভের সৃষ্টি হয়। এর সুযোগ নেয় মুসলমানেরা। মিনহাজ তার দানশীলতার সুখ্যাতি ও শাসনরীতির প্রশংসা করে তাকে হিন্দুস্তানের ‘খলিফা স্থানীয়' বলে ঘোষণা দেন । তিনি তাকে সে যুগের হাতেম ‘দয়ালু কুতুবুদ্দিনের' সাথে তুলনা করেন ৷
উপসংহার : পরিশেষে বলা যায় যে, লক্ষ্মণ সেন একজন ধর্মভীরু মানুষ ছিলেন এবং তার অনুসৃত ধর্ম প্রচারেও তিনি সচেষ্ট ছিলেন।