খলজি শাসনামলে বাংলার প্রশাসনিক অবস্থা বর্ণনা কর

খলজি শাসনামলে বাংলার প্রশাসনিক অবস্থা বর্ণনা কর
খলজি শাসনামলে বাংলার প্রশাসনিক অবস্থা বর্ণনা কর

খলজি শাসনামলে বাংলার প্রশাসনিক অবস্থা বর্ণনা কর

  • অথবা, খলজি শাসনামলে বাংলার প্রশাসনিক অবস্থা উল্লেখ কর।

উত্তর : ভূমিকা : বাংলায় কখনো কোনো বিশেষ প্রশাসনিক ব্যবস্থা বলৎ ছিল না। প্রত্যেক নতুন বিজয়ের পরপরই নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করা হতো। মুসলিম শাসন আমলে প্রশাসনিক গঠন প্রকৃতিতে বিশাল পরিবর্তন আসে।

→ খলজি শাসনামলে বাংলার প্রশাসনিক অবস্থা : বখতিয়ার খলজি ১২০৪ সালে বাংলা জয়ের পর প্রশাসনিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেন। খলজি শাসনামলে বখতিয়ার খলজি তার রাজ্য এক ধরনের গোত্রীয় সামান্ততন্ত্রের প্রবর্তন করেন। 

অধিকৃত এলাকাকে তিনি কয়েকটি প্রশাসনিক ইউনিটে বিভক্ত করে তার বিশ্বস্ত সেনাপতিদের উপর অর্পণ করেন। এ প্রশাসনিক ইউনিট ইকতা নামে পরিচিত এবং ইকতার শাসনকর্তা মুকতা বলা হতো।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, খলজি শাসনামলে বাংলার প্রশাসনিক অবস্থা অত্যন্ত ভালো ছিল। এ সময় ইকতাভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা বাংলায় চালু ছিল। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ