হাবশি কারা | হাবশিদের পরিচয় দাও
হাবশি কারা । হাবশিদের পরিচয় দাও |
হাবশি কারা । হাবশিদের পরিচয় দাও
উত্তর : ভূমিকা : বাংলা শাসনামলগুলোর মধ্যে হাবশি শাসন অন্যতর একটি ঘটনা। হাবশিগণ বাংলাকে ৬ বছর শাসন করতে সক্ষম হয়েছিলেন।
সর্বমোট ৪ জন হাবশি নেতা বাংলাদেশকে শাসন করেছিলেন। শাসকদের মধ্যে সাইফুদ্দিন ফিরোজ অন্যতম।
তার তিন বছর রাজত্বকাল অনেক গৌরব এবং মর্যাদাপূর্ণ ছিল। তবে বিদ্রোহীদের ষড়যন্ত্রের কারণে হাবশি শাসন বেশি দিন দীর্ঘায়িত হয়নি।
[] হাবশিদের পরিচয় : বাংলায় হাবশি শাসন ৬ বছর (১৪৮৭- ১৪৯৩) স্থায়ী ছিল। এ সময়কালে এদেশের ইতিহাস ছিল অন্যায়, অবিচার, ষড়যন্ত্র, বিদ্রোহ আর হতাশায় পরিপূর্ণ।
এ যুগে চারজন হাবশি সুলতানকেই খুন করা হয়। হাবশি নেতা বারবক শাহজাদা প্রথম ক্ষমতায় বসেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি নিহত হন, হাবশি সেনাপতি মালিক আন্দিলের হাতে।
মালিক সাইফুদ্দিন ফিরোজশাহ উপাধি নিয়ে সিংহাসন বসেন। তার তিন বছর রাজত্বকালের ইতিহাস কিছুটা গৌরবের ছিল।
অবশেষে প্রাসাদরক্ষীদের হাতে তার মৃত্যু হয়। এরপর ক্ষমতায় আসেন দ্বিতীয় নাসির উদ্দিন মাহমুদ শাহ। কিন্তু কিছু কাল রাজত্ব করার পরই তাকে হত্যা করা হয়।
শামসুদ্দিন মুজাফফর শাহ তখন সিংহাসনে আরোহণ করেন। অবশেষে তিনিও নিহত হন। এভাবেই বাংলার হাবশি শাসনের অবসান ঘটে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলায় হাবশি শাসন ছিল একটি খণ্ডকালীন শাসন। এই শাসনব্যবস্থা বেশি দিন স্থায়ী ছিল না। হত্যা, বিশৃঙ্খলা, বিদ্রোহ পরিপূর্ণ ছিল।
ফলে একজন অপরজনকে হত্যা করে ক্ষমতা দখল করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। হাবশি নেতাদের মধ্যে অসীম ক্ষমতার মোহ ছিল যার কারণে তারা স্থায়ীভাবে বাংলা শাসন করতে সক্ষম হননি।