গোপাল কে ছিলেন । গোপালের পরিচয় দাও
গোপাল কে ছিলেন । গোপালের পরিচয় দাও |
গোপাল কে ছিলেন । গোপালের পরিচয় দাও
- অথবা, গোপাল সম্পর্কে যা জান লিখ।
উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার ইতিহাসে পালবংশের প্রতিষ্ঠা এক উল্লেখযোগ্য ঘটনা। সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ প্রভৃতির বিবরণ থেকে এ অস্থির অবস্থা সম্পর্কে জানা যায়। বাংলার এ অবস্থাকে বলা হয়, মাৎস্যন্যায়।
আর এ মাৎস্যন্যায় রোধ করে বাংলায় শাসন গড়েন পাল শাসকরা। এ পালবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল ।
→ গোপালের পরিচয় : গোপাল বাংলায় পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। গোপালের পূর্বজীবন সম্পর্কে তেমন কোনকিছু জানা যায়নি।
একমাত্র খালিমপুর তাম্রলিপিতে গোপালের পিতার নাম ব্যপট যাকে শত্রু নিধনকারী এবং পিতামহের নাম দয়িতবিষ্ণু বলে উল্লিখিত রয়েছে।
গোপাল তার পিতার ন্যায় যুদ্ধ বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি আনুমানিক ৭৫৬ খ্রিষ্টাব্দে বাংলায় রাজত্ব কায়েম করেন।
তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি অনেকদিন রাজত্ব করেছেন। তবে তার রাজত্বকাল সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি।
তারানাথের মতে তিনি ৪৫ বছর রাজত্ব করেছিলেন আবার আর্যমঞ্জু শ্রীমুলকল্পে বলা হয়েছে তিনি ২৭ বছর রাজত্ব করেন। তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, পালবংশের প্রতিষ্ঠাতা গোপাল একজন যোগ্য শাসক ছিলেন এবং তিনি আনুমানিক ৭৫৬ খ্রিষ্টাব্দ থেকে ৭৮২ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন।