ইতিহাসের উৎস রচনায় মধ্যযুগীয় শাসনামলে সরকারি দলিলপত্রের গুরুত্ব লিখ

ইতিহাসের উৎস রচনায় মধ্যযুগীয় শাসনামলে সরকারি দলিলপত্রের গুরুত্ব লিখ
ইতিহাসের উৎস রচনায় মধ্যযুগীয় শাসনামলে সরকারি দলিলপত্রের গুরুত্ব লিখ

ইতিহাসের উৎস রচনায় মধ্যযুগীয় শাসনামলে সরকারি দলিলপত্রের গুরুত্ব লিখ

  • অথবা, ইতিহাসের উৎস রচনায় মধ্যযুগীয় শাসনামলে সরকারি দলিলপত্রের অবদান উল্লেখ কর ।
  •  অথবা, ইতিহাসের উৎস রচনায় মধ্যযুগীয় শাসনামলে সরকারি দলিলপত্রের কতটুকু ভূমিক ছিল?

উত্তর : ভূমিকা : কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীসমূহে রক্ষিত সরকারি নানা দলিলপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি উৎস বিশেষ । 

সুলতানি আমল ও মুঘল শাসনামলের বেশি সরকারি দলিলপত্র খুঁজে পাওয়া যায়নি। এসময়কার দলিলপত্রগুলো ধ্বংস করে ফেলা হয়। দলিলপত্র ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ একটি উৎস।

→ ইতিহাস রচনায় সরকারি দলিল-দস্তাবেজ : সরকারি দলিলপত্র সকল দেশের ইতিহাস রচনায় যথেষ্ট সহায়ক। সুলতানি আমলে আধুনিককালের মত মহাফেজ খানা ছিল না। 

ফলে বিভিন্ন কারণে অধিকাংশ সরকারি দলিলপত্র নষ্ট হয়ে যায়। বাংলায় তুর্কি- আফগান বংশের শাসকবর্গ তাদের শাসনকালের সরকারি দলিলপত্রের রাখেননি। 

তাই এ ব্যাপারে দিল্লির সরকারি দলিলের উপরই নির্ভর করতে হয়। পরবর্তীকালে মুঘল সুবাদার ও নবাবরা দলিলপত্র সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। এ দলিলগুলো বাংলার ইতিহাস রচনায় অত্যন্ত মূল্যবান অবদান রেখেছে।

উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, ইতিহাস রচনায় সরকারি দলিলপত্রও অন্যান্য উৎসের মত সমান গুরুত্ব বহন করে। 

যেসব ইতিহাস সাহিত্যাকারে লিপিবদ্ধ করা হয়নি এমনসব ঘটনা বা ইতিহাস সরকারি দলিলপত্রে থাকে। সুলতানি আমলে খুব বেশি দলিল সংরক্ষণের ব্যবস্থা ছিল না। 

মুঘল আমলে সংরক্ষণ করা হতো। তবে উপর্যুপরি শত্রু আক্রমণে এসব দলিলের সিংহভাগই নষ্ট বা ধ্বংস হয়ে যায় ৷

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ