ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা হয় কিভাবে বর্ণনা কর

ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা হয় কিভাবে বর্ণনা কর
ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা হয় কিভাবে বর্ণনা কর

ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা হয় কিভাবে বর্ণনা কর

উত্তর : ভূমিকা : ইলিয়াস শাহী বংশের রাজত্বের মাঝখানে বাংলায় রাজা গণেশের আবির্ভাব একটি আকস্মিক ঘটনা। রাজা গণেশের উত্থানের কারণে বাংলায় ২৫ থেকে ৩০ বছর ইলিয়াস শাহী বংশ শাসন ক্ষমতা হারান। 

রাজা গণেশ ও তার পুত্রদের পতনের ফলে ইলিয়াস শাহী বংশ ১৪৪২ সালে নাসির উদ্দিন মাহমুদ শাহের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা লাভ করেন।

→ ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা : শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পর তার হত্যাকারী ক্রীতদাস নাসির খান বাংলার সিংহাসনে বসেন । 

কিন্তু আহমদ শাহকে হত্যা করার ব্যাপারে যে সকল অভিজাতবর্গ নাসির খানকে ইন্ধন দেন তারা নাসির খানের সিংহাসন আরোহণকে খুশি মনে গ্রহণ করতে পারেনি। 

সম্ভবত ক্রীতদাসের আধিপত্যকে তারা অপমানজনক মনে করেছিলেন । তাই তারা ঐক্যবদ্ধ হয়ে নাসির খানকে হত্যা করেন। 

নাসির খান নিহত হওয়ার পর গৌড়ের সিংহাসন কিছু সময়ের জন্য শূন্য অবস্থায় পড়ে রইল । আহমদ শাহের কোনো পুত্র সন্তান ছিল না। 

অতঃপর অভিজাতবর্গ মাহমুদ নামে ইলিয়াস শাহের এক বংশধরকে ১৪৪২ সালে গৌড়ের সিংহাসনে বসান। ইতিহাসে তিনি নাসিরউদ্দিন মাহমুদ শাহ নামে পরিচিত। 

ইলিয়াস শাহের বংশধরগণ এভাবে পুনরায় স্বাধীন রাজত্ব শুরু করেন। তাই এ যুগ বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী যুগ। এভাবে ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা হয়।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। ইলিয়াস শাহী বংশ পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে নাসিরউদ্দিন মাহমুদ শাহের অবদান অপরিসীম । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ