দেব রাজবংশের উত্থান সম্পর্কে লিখ । দেব রাজবংশের উৎপত্তি উল্লেখ কর
দেব রাজবংশের উত্থান সম্পর্কে লিখ । দেব রাজবংশের উৎপত্তি উল্লেখ কর |
দেব রাজবংশের উত্থান সম্পর্কে লিখ । দেব রাজবংশের উৎপত্তি উল্লেখ কর
উত্তর : ভূমিকা : প্রাচীনকাল মধ্যযুগ ও আধুনিক কালের সকল সময়ের শাসকদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। আর তাহলো তাদের সাম্রাজ্য বিস্তার।
দেব রাজবংশেরও তার ব্যতিক্রম হয়নি। তবে উৎসের অপ্রতুলতার কারণে দেব রাজবংশের উত্থান সম্পর্কে খুব বেশি একটা জানা যায়নি।
দেব রাজবংশের যে চারজন শাসক শাসন করেছিল তারা প্রত্যেকেই পরম ভট্টরক, পরমেশ্বর মহারাজাধিরাজ ইত্যাদি উপাধি ধারণ করেছিল।
দেব রাজবংশের উত্থান : প্রাচীন বাংলায় অষ্টম শতাব্দীর মধ্য ভাগে উপর্যুপরি বৈদেশিক আক্রমণ পরিচালিত হয়েছিল । এ আক্রমণে স্বাভাবিকভাবেই উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা বিপর্যস্ত হয়ে পড়ে।
খড়গ রাজবংশের শাসনের পর অষ্টম শতকের প্রথম ভাগে দেব রাজবংশের উদ্ভব হয়। তাদের শাসন ছিল নবম শতাব্দীর হরিকেল রাজাদের পূর্ববর্তী কাল পর্যন্ত।
তাই তাম্রশাসন ও উৎকীর্ণ লিপি বিচারে বলা যায় যে, দেব রাজারা অষ্টম শতকের দ্বিতীয়ার্ধে সমতট অঞ্চল শাসন করতেন।
তারা আনুমানিক ৭৫০ – ৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। দেব রাজবংশ চারজন শাসক শাসন করেছিল। তারা হলেন শ্রী শান্তিদেব, শ্রী বীরদেব, শ্রী আনন্দদেব, শ্রী ভবদেব।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, `দেব রাজবংশের শাসনের ইতিহাস দক্ষিণ-পূর্ব বাংলায় একটি তাৎপর্যময় অধ্যায়। দেব রাজাদের রাজাত্বকাল সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু জানা যায়নি।
তবে এ বংশের রাজারা সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। এ বংশের সকল রাজাই রাজাধিরাজ উপাধি ধারণ করেছিল ।