চন্দ্রবংশের শাসক কল্যাণচন্দ্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর
চন্দ্রবংশের শাসক কল্যাণচন্দ্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর |
চন্দ্রবংশের শাসক কল্যাণচন্দ্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর
- অথবা, কল্যাণচন্দ্রের শাসনকাল সম্পর্কে যা জান লিখ ৷
উত্তর : ভূমিকা : চন্দ্র রাজবংশের শাসনাব্যস্থায় কল্যাণচন্দ্রের শাসনকাল ছিল উল্লেখযোগ্য একটি বিষয়। তার শাসনকাল চন্দ্রবংশের শৌর্যবীর্য অক্ষুণ্ণ ছিল বলে প্রমাণ পাওয়া যায়।
তবে তথ্যের অপ্রতুলতার দরুণ তার শাসনকাল সম্বন্ধে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায় না । তিনি শ্রী চন্দ্রের উত্তরাধিকার ছিলেন।
[] কল্যাণচন্দ্র : শ্রী চন্দ্রের রাজত্বের অবসানের পর তার পুত্র কল্যাণচন্দ্র আনুমানিক ৯৭৫ খ্রিষ্টাব্দে সিংহাসন অধিকার করেন এবং আনুমানিক ১০০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ২৫ বছর রাজত্ব করেছিলেন।
তার রাজত্বকালে একটি মাত্র তাম্রশাসন পাওয়া গিয়েছে এবং এই লিপিতে তাঁর নিজ রাজত্বকাল সম্পর্কে তেমন কোনো বিস্তারিত বর্ণনা দেওয়া নেই।
তবে তার পুত্র ও পৌত্রের তাম্রশাসনে তার সম্বন্ধে বলা হয়েছে যে, তিনি কামরূপের শেষদিগকে পরাস্ত করেছিলেন এবং গৌড়রাজকে পরাজিত করেছিলেন, তার সমসাময়িক গৌড়রাজ কোন এক কম্বোজ গৌড়পতি হওয়াই যুক্তিসঙ্গত।
পিতার ন্যায় তিনিও হয়তো পালারাজাদের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন এবং কম্বোজ গৌড়পতিদের ক্ষমতা করে মহীপাল কর্তৃক পুনরুদ্ধারের পথ সুগম করেছিলেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, কল্যাণচন্দ্রের বিস্তারিত তেমন কিছু জানা যায় নি। তবে এটা সঠিক যে, তার সময়ে চন্দ্রবংশের গৌরব অম্লান ছিল।
তাকে 'কলানিলয়' বলে আখ্যায়িত করা হয়েছে এবং দানে বলী, সত্যবাদিতায় যুধিষ্ঠির ও বীরত্বে অর্জুনের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে ।