চন্দ্রবংশের প্রথম ও শেষ রাজা সম্পর্কে কি জান
চন্দ্রবংশের প্রথম ও শেষ রাজা সম্পর্কে কি জান |
চন্দ্রবংশের প্রথম ও শেষ রাজা সম্পর্কে কি জান
- অথবা, চন্দ্রবংশের প্রথম ও শেষ রাজার পরিচয় দাও।
উত্তর : ভূমিকা : পাল শাসনের অবসান ঘটলে প্রাচীন বাংলায় বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র রাজবংশের উত্থান হয়। সে সময়ে দক্ষিয়-পূর্ব বাংলায় একটি রাজবংশ গুরুত্বপূর্ণ। তা হলো চন্দ্রবংশ।
চন্দ্র বংশ প্রতিষ্ঠা করেছিলেন ত্রৈলোক্যচন্দ্র। পরবর্তীতে এ বংশ প্রায় একশ বছর স্বাধীনভাবে শাসন করেছিল। পাল শাসনের অবসানের সুযোগে বাংলার বুকে চন্দ্রবংশ আধিপত্য বিস্তার করতে সক্ষম।
→ চন্দ্রবংশের প্রথম রাজা : চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা পুরুষ ছিলেন একজন ক্ষুদ্র নরপতি। পালবংশের অবসানের সুযোগে দক্ষিণ-পূর্ব বাংলায় তা প্রতিষ্ঠা করেন তিনি হলেন ত্রৈলোক্য চন্দ্র।
তিনি মূলত পাল রাজাগণের সামন্ত রূপেই এ বংশের বিজয় যাত্রা শুরু করেন। তাদের আদি নিবাস ছিল রোহিতগিরি যা বর্তমানে বিহারের অন্তর্গত। ত্রৈলোক্য চন্দ্র চন্দ্রদ্বীপে শাসন করেছিলেন। তার আমলের লিপিমালা না থাকায়, তেমন কিছু জানা যায় না ৷
→ চন্দ্রবংশের শেষ রাজা : লড়হ চন্দ্রের পুত্র গোবিন্দচন্দ্র হলেন চন্দ্রবংশের শেষ রাজা। তিনি কুমিল্লার ময়নামতিতে রাজত্ব করেছিলেন। তিনি আনুমানিক ২৫ বছর রাজত্ব করেছিলেন বলে জানা যায়। চৌলরাজ রাজেন্দ্রচোল কর্তৃক আক্রন্ত হলে চন্দ্রবংশের পতন ঘটে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, চন্দ্রবংশের উত্থান ঘটেছিল পাল আমলের শেষের দিকে। ত্রৈলোক্য চন্দ্র এ বংশের উত্থান পতনে বেশ কয়েকজন সুযোগ শাসকের মাধ্যমে তা প্রায় একশ বছর স্বাধীনভাবে টিকে ছিল। অবশেষে গোবিন্দচন্দ্রের মধ্য দিয়ে এ বংশের পতন ঘটে।