বর্মদের আদি নিবাস কোথায় ছিল। বর্মদের আদি নিবাস সম্পর্কে যা জান লিখ
বর্মদের আদি নিবাস কোথায় ছিল। বর্মদের আদি নিবাস সম্পর্কে যা জান লিখ |
বর্মদের আদি নিবাস কোথায় ছিল। বর্মদের আদি নিবাস সম্পর্কে যা জান লিখ
উত্তর : ভূমিকা : পাল রাজবংশের অবসানের যুগে দক্ষিণ- পূর্ব বাংলায় গড়ে ওঠা একটি স্বতন্ত্র রাজবংশ হ।ে বর্ম রাজবংশ।
জাতবর্মা ছিলেন বর্মরাজবংশের সার্বভৌম ক্ষমতার অধিকারী। পরবর্তীতে বেশ কয়েকজন রাজার মাধ্যমে এ বংশের শাসন কার্যক্রম সুন্দরভাবে অতিবাহিত হয়েছিল।
তাদের আমলের এ যাবৎ পর্যন্ত প্রাপ্ত লিপির সংখ্যা চার। এ গুলোর উপর ভিত্তি করে এ বংশ সম্পর্কে জানা যায় ।
→ বর্মদের আদি নিবাস : মাত্র চারটি লিপিমালার সাহায্যে বর্মরাজবংশ সম্পর্কে জানা যায়। বর্মদের আদি নিবাস কোথায় ছিল তা সঠিকভাবে নির্ণয় করা যায় না।
তবে বেলাব তাম্রশাসনের বর্ণনা অনুযায়ী বর্ম রাজবংশ পৌরাণিক বংশ থেকে উদ্ভূত এবং তারা সিংহপুরে রাজত্ব করতো।
সিংহপুর কোথায় ছিল এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ সিংহপুর পাঞ্জাবে ছিল বলে মনে করেন। কলিঙ্গ ও সিংহপুর রাজ্য আছে।
বর্তমানে চিকাকোল ও নরাসন্নপের মধ্যস্থলে সিঙ্গুপুরমই প্রাচীন সিংহপুর বলে মনে করা হয় এবং এখানেই বর্মদের আদি রাজত্ব ছিল।
আবার অনেকে মনে করেছিল যে তারা হুগলী জেলায় বসবাস করতো। আবার কেউ কেউ বলেছেন তারা কলিঙ্গ রাজ্যে বসবাস করেছিলেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পাল আমলের শেষের দিকে দক্ষিণ-পূর্ব বাংলায় যে কয়েকটি স্বতন্ত্র্য রাজবংশ ছিল তার মধ্যে বর্মরাজবংশ ছিল অন্যতম।
এ বংশটির আদি নিবাস সম্পর্কে মতভেদ রয়েছে। তবে যাই হোক বর্ম রাজবংশ গুরুত্বের সাথে শাসনকার্য পরিচালনা করেছিল।