বর্ম রাজবংশ কিভাবে ক্ষমতা আরোহণ করেন আলোচনা কর
বর্ম রাজবংশ কিভাবে ক্ষমতা আরোহণ করেন আলোচনা কর |
বর্ম রাজবংশ কিভাবে ক্ষমতা আরোহণ করেন আলোচনা কর
- অথবা, বর্ম রাজবংশের ক্ষমতা লাভ সম্পর্কে লিখ।
উত্তর : ভূমিকা : দক্ষিণ-পূর্ব বাংলায় পাল শাসনের শেষের দিকে একটি স্বাতন্ত্র্য রাজবংশের উদ্ভব হয়। শক্তিশালী চন্দ্রবংশের পতনের পর এ বংশটির উত্থান ঘটে।
চন্দ্রবংশের শেষের দিকের দুর্বল শাসকদের দুর্বলতার সুযোগে বর্ম রাজবংশ উদিত হয় এবং তারা বেশ কিছুদিন শৌর্যবীর্যের সাথে শাসন কার্য পরিচালনা করেন।
[] বর্ম রাজবংশের ক্ষমতা লাভ : একাদশ শতাব্দীতে দক্ষিণ- পূর্ব বাংলায় গড়ে উঠে অন্যতম এক রাজবংশ যায় নাম বর্ম রাজবংশ। পাল শাসনে দুর্বলতার সুযোগে স্বতন্ত্র রাজবংশ হিসেবে ধর্ম রাজবংশ প্রতিষ্ঠিত হয়।
এ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন জাতবর্মা। তিনি ছিলেন এ বংশের সার্বভৌম রাজা। বর্ম রাজারা ছিল বহিরাগত। চন্দ্রবংশের দুর্বলতার সুযোগে তারা ক্ষমতা দখল- করেন।
বেলাব তাম্রশাসনে বর্মরাজাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সন্নিবেশিত আছে। সেখানে একটি শ্লোকে বলা হয়েছে, ‘জাতবর্মাই এ বংশের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন।'
কচুরীরাজ কর্ণের একটি শিলালিপিতে উল্লেখ আছে পূর্বদেশীয় একটি রাজ্য জাতবর্মা ধ্বংস করেছিলেন। পরে তাকে ঐ রাজ্যের দায়িত্ব দেওয়া হয় এবং সেখান থেকেই তিনি একাদশ শতাব্দীর শেষের দিকে এ রাজবংশ প্রতিষ্ঠা করেন। এ রাজবংশে চারজন শাসক শাসন করেছিলেন। তারা শৌর্যবীর্যের সাথে শাসন করেছিলেন।
উপসংহার : পরিশেষে বলা যায় সাম্রাজ্যের উত্থানপতনের অমোঘ নিয়মে চন্দ্রবংশের পতন ঘটে এবং বর্ম রাজবংশের উত্থান ঘটে।
বর্ম রাজবংশ ক্ষমতায় আরোহণ করে বেশ ভালোভাবেই রাজত্ব করার সুযোগ পেয়েছিল। পরবর্তীতে সেন রাজত্বের সূচনা হলে বর্ম রাজবংশের অবসান ঘটে।