বিজয় সেনের চরিত্র সম্পর্কে আলোচনা কর
বিজয় সেনের চরিত্র সম্পর্কে আলোচনা কর |
বিজয় সেনের চরিত্র সম্পর্কে আলোচনা কর
- অথবা, বিজয় সেনের চরিত্র কেমন ছিল।
- অথবা, বিজয় সেনের চরিত্রিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।
উত্তর : ভূমিকা : পিতা হেমন্ত সেনের মৃত্যুর পর বাংলার সিংহাসনে আরোহণ করেন বিজয় সেন। তিনি আনুমানিক ১০৯৮ খ্রিষ্টাব্দে থেকে ১১৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন।
তিনি তাঁর পিতার রাজ্য রক্ষা এবং সেন সাম্রাজ্য বিস্তারে বিশেষ কৃতিত্বের জন্য বাংলার ইতিহাসে বিশিষ্ট স্থান দখল করে আছে।
বিজয় সেনের চরিত্র : বিজয় সেনের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হলো :
১. বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা : পালবংশের অবসানের পর সেন বংশের অধীনে বিজয় সেন সর্বপ্রথম বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা করেন। যে শাসন আমল বাংলায় দীর্ঘকাল স্থায়ী হয়।
২. গৌরব বৃদ্ধি : বাংলায় সেন শাসন প্রতিষ্ঠা করে সেন বংশের গৌরব বৃদ্ধিতে বিজয় সেনের অবদান অপরিসীম। তিনি সামন্ত রাজা থেকে যে কৃতিত্বের পরিচয় দেন তা ইতিহাসে বিরল।
৩. সুদক্ষ যোদ্ধা : বিজয় সেন তার পিতার মতো একজন সুদক্ষ যোদ্ধা ছিলেন। তাঁর অসাধারণ সাহস, সামরিক দূরদর্শিতা ছিল অতুলনীয়।
৪. যোগ্যতম শাসক : বিজয় সেন ছিলেন সেন বংশের সুযোগ্য শাসক। বিভিন্ন লিপি ও প্রশস্তিতে তাঁর ব্যাপক প্রশংসা করা হয়েছে।
৫. হিন্দুধর্মের পৃষ্ঠপোষক : বিজয় সেনের অন্যতম কৃতি হলো তার শাসনামলে হিন্দুধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তার সময় বহু মন্দির নির্মিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, হেমন্ত সেনের মৃত্যুর পর বাংলার সেন সিংহাসনে একজন সুযোগ্য শাসকের আবির্ভাব হয়েছিল।
যার শাসন পরবর্তীতে প্রায় একশত বছরব্যাপী স্থায়ী হয়। মূলত তার শাসন আমলেই বাংলায় একক স্বাধীন রাজত্বের সূচনা হয়েছিল।