বাংলার সেন বংশের ইতিহাস জানার উৎসসমূহ কি কি
বাংলার সেন বংশের ইতিহাস জানার উৎসসমূহ কি কি |
বাংলার সেন বংশের ইতিহাস জানার উৎসসমূহ কি কি
- অথবা, সেন বংশের ইতিহাসের উৎসসমূহ কি কি?
উত্তর : ভূমিকা : উৎস বা উপাদান হচ্ছে ইতিহাস জানা বা রচনা করার জন্য অপরিহার্য উপকরণ। সত্য ও সঠিক ইতিহাস জানা বা রচনা করার জন্য অবশ্যই সে উৎস বা উপাদান হতে প্রমাণ সাপেক্ষ উপাদান।
প্রাচীন বাংলার সেন বংশের ইতিহাস রচনারও বেশ কিছু উৎস বা উপাদান রয়েছে। যদিও পর্যাপ্ত উৎসের অভাবে আমরা সেন বংশের ইতিহাস সম্পর্কে সঠিক অবগত হতে পারিনি।
→ সেন বংশের ইতিহাস জানার উৎসসমূহ : সেন আমলে উৎকীর্ণ করা বিভিন্ন লিপিমালা এবং বিভিন্ন লেখনির মাধ্যমে আমরা সেন আমল সম্পর্কে জানতে পারি। এগুলো উল্লেখপূর্বক আলোচনা করা হলো-
১. বিজয়সেনের ইতিহাস জানার জন্য উৎসসমূহের নাম নিম্নে উল্লেখ করা হলো-
(ক) সন্ধ্যাকরনন্দীর 'রামচরিত' গ্রন্থের বিবরণ
(খ) কবি উমাপতিধরের দেওপাড়া প্রশস্তি
(গ) কবি শ্রীহর্ষ রচিত বিজয় প্রশস্তি ।
(ঘ) ব্যারাকপুর তাম্রশাসন।
(গ) গৌড়ীবীংশ কুশ প্রশস্তি প্রভৃতি উল্লেযোগ্য।
২. বল্লাল সেন সম্পর্কে জানার উৎসসমূহ নিম্নরূপ-
(ক) নৈহাটি তাম্রশাসন।
(খ) কলহগ্রামের কিছু দূরে প্রাপ্ত মূর্তিলিপি ।
(গ) দানসাগর ও অদ্ভুতসাগর প্রভৃতি ।
৩. লক্ষ্মণ সেন সম্পর্কে জানার উৎসসমূহ নিম্নরূপ-
(ক) মাধাইনগর তাম্রশাসন ।
(খ) ভাওয়াল তাম্রশাসন।
(গ) সভাকবি রচিত কয়েকটি স্তুতিবাচক শ্লোক ।
(ঘ) ‘তবকাত-ই-নাসিরি' প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এসব উৎসের মাধ্যমে আমরা সেন বংশের শাসন ও রাজত্বকাল সম্পর্কে জানতে পারি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠায় সেনদের ভূমিকা অপরিসীম। সেন শাসন আমলে বিভিন্ন শাসকের সাধারণ কৃতিত্বের জন্য বাংলায় সেন শাসন দীর্ঘকাল টিকেছিল ।
আমরা সেন শাসন সম্পর্কে জানতে পারি বিভিন্ন প্রকার শিলালিপি ও লেখনির মাধ্যমে। যদিও সেন শাসন আমল সম্পর্কে তেমন কিছু জানা যায় না উৎসের অভাবে। তবুও উপরে উল্লিখিত উৎসের মাধ্যমে আমরা সেন শাসন সম্পর্কে জানতে পারি ।